ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাসড়কের দিকে...

প্রকাশিত: ০৩:৪২, ২১ জানুয়ারি ২০১৬

মহাসড়কের দিকে...

শ্যামল চৌধুরী কোন দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো সে দেশের উন্নত যোগাযোগ। একটি সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার মধ্য দিয়ে উন্নয়নের চাকা সামনের দিকে এগিয়ে যায়। অর্থনৈতিক উন্নয়ন সূচকে এগিয়ে যাওয়ার জন্যও যোগাযোগ একটি অন্যতম অনুষঙ্গ। গ্রামপ্রধান দেশ বাংলাদেশ। বাংলাদেশ একটি নাম গ্রামই যার ধ্যান, গ্রামই যার প্রাণ। এসব গ্রামের বুক চিরে বা পাশ দিয়ে এঁকেবেঁকে চলে গেছে মেঠোপথ। সেই মেঠোপথ ধরেই মানুষের চলাচল। এমন এক সময় ছিল যখন গ্রামে চলাচলের কোন পথই ছিল না। কখনো ক্ষেতের আইল ধরে দু’পায়ে হেঁটে বিস্তীর্ণ মাঠ পাড়ি দিতে হতো। শুষ্ক মৌসুমে মানুষ যেদিক দিয়েই হাঁটত সেদিক দিয়েই তৈরি হতো পথ। কখনো এঁকেবেঁকে কখনো বা কোনাকুনি পথ ধরে মানুষ যাতায়াত করত। বিস্তীর্ণ হাওড় অঞ্চলে যাতায়াতের একমাত্র উপায় ছিল ‘বর্ষায় নাও, হেমন্তে পাও।’ কিন্তু যুগ পরিবর্তনে গ্রামের মেঠোপথ পরিণত হয়েছে সড়ক পথে। একপেয়ে দু’পেয়ে পথ এখন সড়ক পথে রূপ নিচ্ছে। বিস্তীর্ণ হাওড়ের বুক চিরেও তৈরি হয়েছে লম্বা সড়ক। পথিকই পথ সৃষ্টি করে। দেখা যাবে মানুষ কয়েক দিনে হেঁটে গেলেই সেখানে পথের সৃষ্টি হয়ে গেছে। তখন পথই পথিকের পথ দেখিয়ে নেয়। পথ দিয়ে পথে উঠেছে মানুষ। আর এসব মেঠোপথ আজ সড়কে রূপান্তর হচ্ছে। প্রতিটি সড়ক আবার মিশে গেছে মহাসড়কের সাথে। ফলে সড়ক-মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। একটি আদর্শ মহাসড়কের প্রতীক্ষায় বাংলাদেশ। সড়ক-মহাসড়কের চাই সঠিক পরিচর্যা। কারণ এদেরও প্রাণ রয়েছে। অসম ব্যবহারে পথেরও প্রাণশক্তি বিনষ্ট হয়, বিধস্ত হয় সড়ক-পথ। সুষ্ঠু ও সঠিক পরিচর্যায় অটুট থাকুক আমাদের পথ। মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে
×