ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিরোজ মৃধা

উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ

প্রকাশিত: ০৩:৪১, ২১ জানুয়ারি ২০১৬

উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ

বাংলাদেশ নদীমাতৃক দেশ, একসময় নদীপথের যোগাযোগের ওপর নির্ভরশীল ছিলাম আমরা। কিন্তু পলি পড়ে নদী ভরাট, সময় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী পথের ওপর নির্ভরশীলতা কমে এখন সড়ক পথের গুরুত্ব অনেক বেড়ে গেছে। ১৯৭১ সালে বর্বর পাকিস্তানীরা আমাদের সড়ক সেতু ও রেল সেতু ধ্বংস করে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমাদের অর্থনীতিকে মেরুদ-হীন করতে ছেয়েছিল, কিন্তু পারেনি। আমরা দুর্বল অর্থনীতি নিয়েও স্বাধীনতার চুয়াল্লিশ বছরে নিজেদের অর্থায়নে ও দাতাদের সহযোগিতায় সড়ক পথের ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। যার মধ্যে বঙ্গবন্ধু সেতু, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ রাস্তার চার লেন সহ ঢাকার সাথে বিভাগীয় শহরগুলোর রাস্তার ব্যাপক উন্নয়ন উল্লেখযোগ্য। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সেতু যদি আমাদের একটি বড় অর্জন হয়ে থাকে তাহলে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে আমাদের অহঙ্কার। কারণ বিশ্বব্যাংক দুর্নীতির কথা বলে অর্থায়ন স্থগিত করে মনে করেছিল এই প্রকল্প বাস্তবায়ন আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা আমাদের নিজেদের অর্থায়নে এত বড় প্রকল্প বাস্তবায়ন করছি। আমাদের পায়ের তলায় শক্ত মাটির ভিত আছে এবং কারো কাছে ভিক্ষুকের মতো হাত না পেতে আমরাই আমাদের উন্নয়ন করতে পারি, এটাই আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছি। মোড়লদের ধমক আর দাতাদের কঠিন শর্তের ঋণে উন্নয়ন করার দিন শেষ হতে আর বেশিদিন নেই। তবে আমাদের শুধু বড় প্রকল্পগুলো নিয়ে পড়ে থাকলেই হবে না, পাশাপাশি উপজেলার সঙ্গে জেলার সংযোগ সড়কগুলোর দিকেও নজর দিতে হবে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ও গ্রামের মানুষকে এই উন্নয়নের অংশীদার করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ও সৌন্দর্র্যে ভরপুর, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এসব সম্পদের বাজারজাতকরণ ও পর্যটন শিল্পের প্রসার ঘটিয়ে আমাদের অর্থনীতিকে আরও গতিশীল করার অপার সম্ভাবনা আমাদের সামনে। আমাদের জনশক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব সম্পদের সুষ্ঠু ব্যবহার করার মধ্য দিয়ে আমরা আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারি। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাব। আমাদের সড়ক পথের ব্যাপক অর্জন কোন কল্পকাহিনী নয়, এগুলো দৃশ্যমান এবং আমরা এর সুফল ভোগ করছি। কিন্তু সড়ক পথের দুর্ঘটনা রোধ করতে পারছি না। সড়ক পথের এই উন্নয়নকে ধরে রাখতে হলে সড়ক দুর্ঘটনা কমাতে হবে ও সড়ক পথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধোবাউড়া, ময়মনসিংহ থেকে
×