ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহবধুকে জবাই, ঢামেকের সামনে যুবকের লাশ

প্রকাশিত: ০৮:০০, ২০ জানুয়ারি ২০১৬

রাজধানীতে গৃহবধুকে জবাই, ঢামেকের সামনে যুবকের লাশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে এক গৃহবধূকে জবাই করে হত্যা করে ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে স্বামী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের একটি বটগাছ থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। একই হাসপাতালে পিজি ক্যান্টিনের কিচেন রুমে ইয়াবা সেবনকালে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর মিরপুর থানার শেওড়াপাড়ার একটি বাড়ির ৪র্থ তলার দরজা ভেঙ্গে বৃষ্টি (২৮) নামের এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মিরপুর মডেল থানা পুলিশ ওই নারীর মরদেহটি উদ্ধার করে। ওসি তদন্ত জানান, রাতে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে। লাশ উদ্ধার ॥ সোমবার গভীর রাতে পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ গেটসংলগ্ন বাংলাদেশ চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি কার্যালয়ের বিপরীত পাশে একটি বটগাছের নিচে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। শাহবাগ থানার ওসি জানান, ৩-৪ দিন ধরে ওই ব্যক্তি সেখানে বটগাছের নিচে শুয়ে থাকতে দেখে। ওই ব্যক্তি মাদক সেবনকারী হতে পারে। এই কারণে তার মৃত্যু হয়েছে। ইয়াবা সেবনকালে চারজন আটক ॥ মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিজি ক্যান্টিনের কিচেন রুমে ইয়াবা সেবনকালে চারজনকে আটক করেছে ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হচ্ছে আশরাফ উদ্দিন (৫০), নাজিম (৩২), বিল্লাল (৩৫), হেলাল (২০)।
×