ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাব্বী পুলিশের কাজে বাধা দেন, সেটিও ফৌজদারি অপরাধ ॥ আইজিপি

প্রকাশিত: ০৭:৩৫, ২০ জানুয়ারি ২০১৬

রাব্বী পুলিশের কাজে বাধা দেন, সেটিও ফৌজদারি অপরাধ ॥ আইজিপি

বিডিনিউজ ॥ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প চেকপোস্ট অতিক্রম করার সময় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী তার দেহ তল্লাশিতে পুলিশকে ‘বাধা দিয়েছিলেন’ দাবি করে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, ‘রাব্বী সাহেব যেহেতু পুলিশের কাজে বাধা দিয়েছেন, সেটি ফৌজদারি অপরাধের শামিল।’ মঙ্গলবার সন্ধ্যায় সাভারের আমিনবাজারে ঢাকা জেলা পুলিশের আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন আইজিপি। শহীদুল হক বলেন, ‘আইনের উর্ধে কেউই নয়। অনেক সময় পুলিশ সদস্যরা তাদের অপরাধের চেয়েও বেশি শাস্তি পেয়ে থাকে। তাই পুলিশকে তাদের দায়িত্ব পালনকালে সহায়তা করুন।’ বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে গত ৯ জানুয়ারি রাতে জেনেভা ক্যাম্পের কাছে আটক করে পুলিশ। পুলিশ মহাপরিদর্শক শহীদুল বলেন, ঘটনার রাতে গোলাম রাব্বী চেকপোস্ট অতিক্রম করার পর তার দেহ তল্লাশিতে বাধা দেন বলে তদন্ত কমিটি জানিয়েছে।
×