ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবচেয়ে বেশি বয়সে বিয়ে

প্রকাশিত: ০৭:১৬, ২০ জানুয়ারি ২০১৬

সবচেয়ে বেশি বয়সে বিয়ে

২৭ বছর পর বিয়ে করতে যাচ্ছেন ইংল্যান্ডের এক দম্পতি। তারা বিশ্বের সবচেয়ে বেশি বয়সে বিয়ে করা দম্পতির মর্যাদা পেয়েছেন। তাদের দুজনের সম্মিলিত বয়স ১৯৫ বছর যা গিনেস বুক অব রেকর্ডসের পূর্ববর্তী রেকর্ড ভেঙ্গে দিয়েছে। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সৈকত শহর ইস্টবোর্নের বাসিন্দা জর্জ কিরবি ও ডোরেন লাকি। ২৭ বছর একসঙ্গে থাকার পর বিয়ে করে তারা সবচেয়ে বেশি বয়সে বিয়ে করা দম্পতি হিসেবে নিজেদের নতুন পরিচয় তৈরি করেছেন। জর্জের বয়স ১০২ বছর এবং ডোরেনের ৯১। আগামী ভ্যালেন্টাইন দিবসে তারা বিয়ের প্রস্তাব দেবেন এবং জুনে ছেলের মালিকানাধীন ল্যাংহাম হোটেলে বিয়ের পিঁড়িতে বসবেন। এই দম্পতির ইতোমধ্যে সাতটি ছেলেমেয়ে, ১৫ জন নাতি-নাতনি এবং সাতজন প্রোপুত্র-পৌত্রি রয়েছে। তারা যেন নিজেদের সম্পর্ককে লিভটুগেদারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিয়ে করে ফেলেন সেজন্য বয়স্ক সন্তানদের কাছ থেকে অনেকদিন ধরেই চাপ আসছিল। নিজেদের সম্পর্কের বিষয়ে জর্জ বলেছেন, ‘ডোরেন আমাকে যুবক রেখেছে। সবকিছুই আসলে সময়ের ব্যাপার। নিজের বয়স নিয়ে আমি কিছুই চিন্তা করি না।’ অন্যদিকে ডোরেন বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে আমি খুব আকর্ষণীয় কনে হব না। তবে যেটাই হোক আমি এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ ১৯৮৮ সাল থেকে এই যুগল লিভটুগেদার করে আসছিলেন। উল্লেখ্য, এই যুগলের এটিই প্রথম বিয়ে নয়। Ñডেইলি মেইল
×