ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৯, ২০ জানুয়ারি ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. আকারে ছোট বলে ছোটগল্পে সম্ভব নয়- র. বহু ঘটনা সমাবেশ রর. বহু পাত্র-পাত্রীর ভিড় ররর. ঘটনার পঙ্খানুপুঙ্খ উপস্থাপন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২. অধর রায়ের বাড়ি থেকে বিতাড়িত হয়ে কাঙালি কাঠ চাইতে আর কার বাড়িতে গিয়েছিল? ক) নাপতে বৌদির খ) ভট্টাচার্য মহাশয়ের গ) ঈশ্বর নাপিতের ঘ) মুখুয্যের ৩. অপুর মতো দুর্গার গায়ের রং অতটা - ক) কালো নয় খ) ফর্সা নয় গ) শ্যামলা নয় ঘ) উজ্জ্বল নয় ৪. ‘প্রেম-অপ্রেম নিয়ে বেঁচে আছি’ কোন শ্রেণির গ্রন্থ? ক) উপন্যাস খ) গল্পগ্রন্থ গ) কাব্যগ্রন্থ ঘ) প্রহসন ৫. বঙ্কিমচন্দ্রের সমকালে ইতিহাস আশ্রিত উপন্যাসে আর কে রচনা করেছিল? ক) রমেশচন্দ্র দত্ত খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ) সমরেশ বসু ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ৬. ৭১ সালের ৫ সেপ্টেম্বর শরীফের বন্ধু-বান্ধব কী নিয়ে নানারকম চিন্তাভাবনা করছিল? ক) রুমীকে ছাড়িয়ে আনার ব্যাপারে খ) মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার ব্যাপারে গ) নিজেদের নিরাপত্তার ব্যাপারে ঘ) গেরিলা তৎপরতা বাড়ানোর ব্যাপারে ৭. উপনিবেশধারী, ক্ষীণদৃষ্টি, ধর্মান্ধ এগুলো কাদের মনোভাব? ক) ভারতীয় শাসকবর্গের খ) পাকিস্তানি শাসকবর্গের গ) ইংরেজদের ঘ) বাঙালি শাসকবর্গের ৮. কবীর চৌধুরী আজীবন সংগ্রাম করে গেছেন যে ধরনের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য - র. প্রগতিশীল ও আধুনিক রর. অসাম্প্রদায়িক ও সংস্কারমুক্ত ররর. স্বাধীন ও সার্বভৌম নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৯. প্রমথ চৌধুরী কত তারিখে জন্মগ্রহণ করেন? ক) ১৮৬৮ সালের ৭ আগস্ট খ) ১৯৬৮ সালের ৭ আগস্ট গ) ১৭৬৮ সালের ৭ মার্চ ঘ) ১৮৬৮ সালের ৭ মার্চ ১০. ‘করুণরস’ হলো – র. শোকাশ্রিত রর. বিয়োগাশ্রিত ররর. রাগাশ্রিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১১. নিমগাছের কচি পাতাগুলো অনেকেই কীভাবে খায়? ক) কাঁচা খ) রৌদ্রে শুকিয়ে গ) চিনি দিয়ে মিশিয়ে ঘ) গাছ থেকে মরে ঝরে পড়লে ১২. ‘বীরবলের হালখাতা’ - গ্রন্থটি কার লেখা? ক) প্রমথ চৌধুরীর খ) মীর মশাররফ হোসেনের গ) ইসমাঈল হোসেন সিরাজীর ঘ) অন্নদাশঙ্কর রায়ের ১৩. দীনবন্ধু মিত্র কী ধরনের নাটক নিয়ে আবির্ভূত হন? ক) পৌরাণিক খ) ঐতিহাসিক গ) রাজনৈতিক ঘ) সামাজিক ১৪. ‘তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।’ - উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য? ক) প্রমথ চৌধুরী খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) মুহম্মদ শহীদুল্লাহ ১৫. নিমগাছের বাহারি ফুলগুলো ছিল - ক) থোকা থোকা খ) ছাড়া ছাড়া গ) অঙ্কুরিত ঘ) গাছের নিচে পাটির মতো ১৬. কারা হযরতের নবিত্বের শুরুতেই তাঁর ওপর নির্মম অমানুষিক অত্যাচার চালিয়েছিল? ক) আপনজনেরা খ) মক্কাবাসীরা গ) তায়েফবাসীরা ঘ) মদিনাবাসীরা ১৭. প্রমথ চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করেন? ক) ১৯৬৭ সালের ৩ সেপ্টেম্বর খ) ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর গ) ১৯৫৬ সালের ২ সেপ্টেম্বর ঘ) ১৯৪০ সালের ৭ মার্চ ১৮. ‘কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু?’ - এখানে মানুষ বলতে কাদের বোঝানো হয়েছে? ক) যারা জীবনসাধনায় ব্যস্ত খ) যারা সমাজ সংস্কারে লিপ্ত গ) যারা শিক্ষার কাজে ব্যস্ত ঘ) যারা অর্থসাধনায় ব্যস্ত ১৯. বাঙালির ঐতিহ্য হলো - র. ধর্মনিরপেক্ষতা রর. অসাম্প্রদায়িকতা ররর. সাম্রাজ্যবাদবিরোধী চেতনা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০. মদিনায় হিজরতের পথে হযরত মুহম্মদ কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? ক) আবু হানিফা খ) আবু মা’বদ গ) আবু না’দ ঘ) আবু শা’মাদ ২১. সাহিত্যের সকল শাখার ভিতরে কোনটি সরাসরি সমাজকে ও পাঠকগোষ্ঠীকে প্রভাবিত করতে সক্ষম হয়? ক) কবিতা খ) উপন্যাস গ) গল্প ঘ) নাটক ২২. প্রমথ চৌধুরীর মতে জাত হিসেবে আমরা কেমন? ক) কুলীন নই খ) শিক্ষিত নই গ) শৌখিন নই ঘ) অভিজাত নই ২৩. মমতাদি প্রথম দিন খোকা স্কুলে যাওয়ার আগে কয়টা পর্যন্ত কাজ করেছিল? ক) সাতটা থেকে সাড়ে দশটা খ) ছয়টা থেকে সাড়ে নয়টা গ) সাড়ে ছয়টা থেকে দশটা ঘ) ছয়টা থেকে সাড়ে দশটা ২৪. ‘বেয়নেট’ শব্দের অর্থ কোনটি? ক) বন্দুকের অগ্রভাগে লাগানো বিষাক্ত ছুরি খ) বাদ্যযন্ত্র গ) বন্দুক ঘ) চায়নিক বাটাল ২৫. প্রসাদ বলা হয়Ñ র. দেবতার উদ্দেশ্যে নিবেদিত ফল-ফলাদি রর. চাকরি পাওয়ার জন্য মিষ্টি বিতরণ ররর. মন্ত্রপূত খাবার জাতীয় উপকরণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. ‘তা হোক সে সদগোপ, দাও গিয়ে দিয়ে’ সর্বজয়ার একথা বলার কারণ - র. সর্বজয়া দারিদ্র্যের কশাঘাতে ক্লান্ত রর. সর্বজয়া অপরের সম্মান পেতে চায় ররর. এত করে অনুরোধ করেছে তাই নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ২৭. গালে আঙ্কুলের দাগের কথা উঠতেই মমতাদি চুপ করে গেল, যেহেতু- র. সবাই তার অবস্থা টের পেয়েছিল রর. তার আত্মসম্মানের ধাক্কা লেগেছিল ররর. স্বামীর আচরণের কথা প্রকাশ পেয়েছিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৮. ‘লঙ্কা দ্বীপের রাজা রাবণ’ এখানে লঙ্কা দ্বীপ বলতে কী বোঝানো হয়েছে? ক) নেপাল খ) শ্রীলঙ্কা গ) ভারত ঘ) মায়ানমার ২৯. অধর রায় কাঙালীর মাকে কোথায় পুঁতে ফেলতে বলেছিল? ক) ঘরের পাশে খ) উঁচু ঢিপিতে গ) নদীর চড়ায় ঘ) খেতের আলে ৩০. কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? ক) ৮ আগস্ট, ১৯৪১ সাল খ) ২২ জুন, ১৯৪১ সাল গ) ৭ মে, ১৯৪৫ সাল ঘ) ৭ আগস্ট, ১৯৪১ সাল ৩১. বাঙালির ত্রিগুণাত্মক খাদ্যদ্রব্য গ্রহণের ফলে- র. কোমলতা বাড়ছে রর. স্বভাবের ভীরুতা বেড়েছে ররর. কর্মকা-ে অগ্রগতি হয়েছে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩২. ‘তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত’ - কার? ক) অপুর খ) দুর্গার গ) হরিহরের ঘ) সর্বজয়ার ৩৩. সফোক্লিসের ‘ইডিপাস’ পড়ে সিঁথির মাঝে এক ধরনের ভালো লাগা সৃষ্টি হলো কিন্তু তখন সে হাসতে পারছিল না বরং তার চোখে হালকা অশ্রুর আভাস পাচ্ছিল। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে ইডিপাসকে সাহিত্যের কোন রূপ বলা যায়? ক) ভক্তিমূলক গীতিকাব্য খ) ট্র্যাজেডি গ) প্রহসন ঘ) দর্শনাশ্রয়ী কবিতা ৩৪. ‘বিরান’ শব্দের অর্থ কী? ক) জনমানবহীন খ) সিদ্ধ গ) বিষণœ ঘ) পরিপূর্ণ ৩৫. মৌ বাইরে থেকে এসে মা-বাবার সামনে দিয়ে যেতে ভয় পায়। ‘আম আঁটির ভেঁপু’ গল্পের দুর্গার ক্ষেত্রে একই ঘটনা ঘটে। তাদের উভয়ের চরিত্রে রয়েছে- র. অপরাধবোধ রর. কাপুরুষতা ররর. সাহসের অভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. ‘সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে’ - এ কথার অন্তর্নিহিত অর্থ হলো, সাহিত্য পড়ে আমরা- র. আলোকিত মানুষ হব রর. রুচিঋদ্ধ মানুষ হব ররর. পরিপূর্ণ মানুষ হব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. ‘আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহন লালের, তিতুমীর ও মঙ্গল পান্ডের, গোবিন্দ দেব ও মুনীর চৌধুরীর’ - লেখকের এ উক্তিটির মধ্য দিয়ে ফুটে উঠেছে- র. মানবতা রর. সততা ও কর্তব্যনিষ্ঠা ররর. ধর্মনিরপেক্ষতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩৮. সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে কোনটি? ক) তৎসম শব্দ খ) অর্ধ-তৎসম শব্দ গ) তদ্ভব শব্দ ঘ) বিদেশি শব্দ ৩৯. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি প্রায় কত বছর আগে লেখা? ক) দু’শ বছর খ) আড়াইশ বছর গ) তিনশ বছর ঘ) সাড়ে তিনশ বচর ৪০. একটি লাভ বার্ডকে খাঁচা থেকে ছেড়ে দিয়ে দেখা গেল সেটি খুব বেশি দূর যেতে পারল না। সন্ধ্যাবেলা খাবার দেয়ার সময় সে মুক্তির স্বাদ না পেয়ে পুনরায় খাঁচার কাছে চলে এলো। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে লাভ বার্ডটি কার সাথে তুলনীয়? ক) মুক্তচিন্তার মানুষ খ) কারারুদ্ধ আহারতৃপ্ত গ) ক্ষুৎপিপাসার মানুষ ঘ) খোলা আকাশের পক্ষী ৪১. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যোগ দেন জাহানারা ইমামের কোন সন্তান? ক) প্রথম সন্তান খ) দ্বিতীয় সন্তান গ) তৃতীয় সন্তান ঘ) চতুর্থ সন্তান ৪২. মহাত্মা গান্ধীর কোন গুণটি দেশের অপামর জনতাকে সম্মোহিত করেছিল? ক) স্বদেশপ্রেম খ) বুকভরা স্নেহ গ) নির্লোভ মন ঘ) সন্ন্যাসীভাব ৪৩. গঙ্গা-যমুনা খেলায় ব্যবহার করা হয়- ক) মার্বেল খ) লাঠি গ) খাপরা ঘ) নাটা ফল ৪৪. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর নববর্ষ উদযাপিত হতো- ক) পরম উৎসাহে খ) পরম আনন্দে গ) প্রতিবাদী মনোভাব নিয়ে ঘ) বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় ৪৫. ললাট চন্দনে চর্চিত করে বহুমূল্য বস্ত্রে মুখুয্যে গৃহকর্ত্রীর মৃতদেহ আচ্ছাদিত করে দিল কারা? ক) ছেলেরা খ) মেয়েরা গ) বধূরা ঘ) জামাইরা ৪৬. কবীর চৌধুরী অধ্যয়ন করেছেন- র. ঢাকা বিশ্ববিদ্যালয় রর. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ররর. মিনেসোটা বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন- ক) কলকাতায় খ) শান্তি নিকেতনে গ) উড়িষ্যায় ঘ) ব্রিটেনে ৪৮. ‘গত কয়েক মাস ধরে নেশাটার কথা ভাবারই অবকাশ পাইনি’ - এখানে কোন নেশার কথা বলা হয়েছে? ক) বাগান করার নেশা খ) বই পড়ার নেশা গ) রান্না করার নেশা ঘ) পাঠদানের নেশা * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : ফটিক আবার বিড় বিড় করিয়া বকিতে লাগিল। বলিল, ‘মা, আমাকে মারিস নে, মা। সত্যি বলছি, আমি কোন দোষ করিনি।’ ৪৯. আকারে ছোট বলে ছোটগল্পে সম্ভব নয়- র. বহু ঘটনা সমাবেশ রর. বহু পাত্র-পাত্রীর ভিড় ররর. ঘটনার পঙ্খানুপুঙ্খ উপস্থাপন নিচের কোনটি সঠিক? ক) বেয়াড়াপনা খ) মাতৃভক্তি গ) স্নেহের আকুলতা ঘ) অন্যায় আবদার ৫০. অধর রায়ের বাড়ি থেকে বিতাড়িত হয়ে কাঙালি কাঠ চাইতে আর কার বাড়িতে গিয়েছিল? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (ঘ) ২. (ঘ) ৩. (খ) ৪. (গ) ৫. (ক) ৬. (ক) ৭. (খ) ৮. (ক) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (ক) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (ঘ) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (ক) ২৭. (ঘ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ক) ৩২. (খ) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (গ) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (ক) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (ঘ) ৪৭. (ক) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (ঘ)
×