ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘পাড়ার ছক্কাবাজ’ টি২০ ক্রিকেটের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৫:৫৭, ২০ জানুয়ারি ২০১৬

‘পাড়ার ছক্কাবাজ’ টি২০ ক্রিকেটের পুরস্কার বিতরণ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের উন্মাদনা সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গবর্নিং কাউন্সিল আয়োজন করেছিল বিপিএল টি২০ ‘পাড়ার ছক্কাবাজ’ ক্রিকেট টুর্নামেন্ট। এ টুর্নামেন্ট ঢাকা ও চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। প্রতিটি পাড়ায় ৬ থেকে ৮ দল অংশ নিয়েছিল। প্রতি দলে ৯ জন করে খেলোয়াড় খেলে। প্রতি টুর্নামেন্টের সেরা ৪ দল সেমিফাইনাল ও সেরা ২ দল ফাইনালে অংশ নিয়েছে। বিজয়ী দল পাচ্ছে ট্রফি, প্রতিটি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক পাচ্ছে তারকা ক্রিকেটারের অটোগ্রাফসহ একটি ব্যাট ও সর্বোচ্চ উইকেট শিকারি তারকা ক্রিকেটারদের অটোগ্রাফসহ ক্রিকেট বল। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এ্যান্ড কলেজ মাঠে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান।
×