ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শামসুরের শতকে স্বস্তিতে মধ্যাঞ্চল

প্রকাশিত: ০৫:৫৭, ২০ জানুয়ারি ২০১৬

শামসুরের শতকে স্বস্তিতে মধ্যাঞ্চল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে মঙ্গলবার। তবে প্রথমদিন প্রাকৃতিক বৈরিতায় দুই ম্যাচই পুরো সময় খেলা হতে পারেনি। বোলাররা দাপট দেখিয়েছেন। তবে এর মধ্যেই শতক হাঁকিয়েছেন ওপেনার শামসুর রহমান। তার সেঞ্চুরিতে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল দিনশেষে ৫ উইকেটে ২৩৩ রান তুলেছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে। চা বিরতির পর প্রথম আলোর স্বল্পতা ও পরে বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৬৩.২ ওভার। শামসুর ১৭৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০৩ রান করেন। আর জাতীয় দল থেকে ছিটকে পড়া শুভাগত হোম প্রথম ম্যাচ খেলতে নেমেই ৮৩ রানের ইনিংস খেলেছেন। ২ উইকেট নিয়েছেন রবিউল ইসলাম। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথমদিনেই বিপদে পড়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। খারাপ আবহাওয়ায় ৭৬ ওভারের পর খেলা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তারা তোলে ৮ উইকেটে ২০৩ রান। তাসামুল হক সর্বোচ্চ ৪৫, লিটন দাস ৪৩ ও সাদমান ইসলাম ৩৩ রান করেন। ৮ বোলারকে দিয়ে বোলিং করিয়েছে বিসিবি উত্তরাঞ্চল, সফলও হয়েছে। সানজামুল ইসলাম ৩৩ রানে তিনটি ও নাসির হোসেন ২৭ রানে দুটি উইকেট নেন।
×