ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ জামালে খেলব না ॥ মামুনুল

প্রকাশিত: ০৫:৫৭, ২০ জানুয়ারি ২০১৬

শেখ জামালে খেলব না ॥ মামুনুল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এবার আর আমি জামালে খেলব না। যদি এএফসি কাপে অতিথি প্লেয়ার হিসেবে নেয় তাহলে খেলতে পারি।’ কাগজে-কলমে এখনও চুক্তি হয়নি। তারপরও মৌখিকভাবে মামুনুল ইসলামকে নিজেদের খেলোয়াড় দাবি করে দেশের স্বার্থে শেখ জামাল ধানম-ি ক্লাবকে ফুটবলার ‘ধার’ হিসেবে দেবেন বলে জানিয়েছেন শেখ রাসেল ফুটবল টিমের সমন্বয়ক সাহাবউদ্দিন আহমেদ টিপু, ‘অতিথি খেলোয়াড় চাইলে আমরা দেব।’ বুধবার নিজেদের খেলোয়াড় সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। মামুনুলের দলবদল সম্পর্কে জানা গেছে তিনি চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলবেন। পারিশ্রমিক পাবেন ৬০ লাখ। মামুনুল বলেন, ‘আগের কোচ ফ্যাবিও লোপেজের কারণে টিম স্পিরিট নষ্ট হয়েছে। এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালে উঠতে না পারায় জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের তরুণ ফুটবলারদের কমিটমেন্টের অভাব আছে। তাদের কাছ থেকে পারফর্মেন্স আদায় করতে হলে কোড অব কন্ডাক্টের আওতায় নিয়ে আসা উচিত। হতাশার বিষয় হচ্ছে, তাদের কোন জেদ নাই। তাদের সামনে থেকে পারফর্মেন্স করা উচিত। আমদের এখন টিম স্পিরিট দরকার। সত্যি বলতে কি, আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন তলানিতে। এত চাপের মুখে কেউ খেলতে পারে না। ওদের এখন সবার সাপোর্ট দেয়া উচিত।’ কোচ হিসেবে মারুফুল হক সাফে এবং বঙ্গবন্ধু গোল্ডকাপে ব্যর্থ হলেও তার পক্ষেই কথা বলেছেন মামুনুল, ‘মারুফ ভাই ডিসিপ্লিন নিয়ে অনেক কাজ করেছেন। তার অধীনে আমরা ডিসিপ্লিনে ছিলাম। জাহিদ শংখলাভঙ্গ করেছে, তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে। যদিও জাহিদকে দলে রাখার জন্য আমি টিম ম্যানেজমেন্টকে বলেছিলাম যে, গোল্ডকাপের পর আপনারা যা ইচ্ছা তাই করেন, তবে এখন তাকে দলে রাখেন।’ দলের জন্য একজন মনোবিদ রাখা নিয়ে মামুনুল বলেন, ‘তরুণ খেলোয়াড়রা কেউ ট্রেনিং করে না। আমি করি। এই দলে পরিবর্তন না করে মোটিভেট দরকার। আমাদের একজন মনোবিদের প্রয়োজন। অন্তত এক মাসের জন্য।’ জাতীয় দল প্রসঙ্গে মামুনুল বলেন, ‘আগামী দুই বছর এই দল নিয়ে কাজ করতে হবে। আগামী সাফ পর্যন্ত। আরেকটা সাফের পর জবাবদিহিতা করুক। জাতীয় দলকে বাদ দিয়ে দিক। আর অনুর্ধ-২৩ যে দলটা আছে সেটা নিয়ে কাজ করা উচিত।’ কোচ হিসেবেও মারুফ ভাইকে রাখা উচিত। ম্যানেজমেন্ট রাখলে থাকবে। আমরা কোচ হিসেবে মারুফ ভাইকে চাই।’ নিজের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, ‘সেটা আমি ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছি।’ আগের কোচ লোডভিক ডি ক্রুইফ প্রসঙ্গে মামুনুল বলেন, ‘ক্রুইফ যদি আবারও ফিরে আসেন তাহলে ভালই হবে। এখন ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে দুইজনের মধ্যে কাকে নেবে।’ সবশেষে জাতির উদ্দেশে মামুনুল বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং এ সময় আমাদের সমর্থন করা উচিত। ভাল সময় আসবে, আমরা তার প্রতিদান দেব। সবার কাছে সবসময় ক্ষমাপ্রার্থী। আমরা পারিনি। আমরা চেষ্টা করেছি। এটাই আমাদের দুঃখ। আমাদের সময়টা এখন খারাপ যাচ্ছে, সেটা পার করতে পারলে সব ঠিক হয়ে যাবে। আমাদের পরিকল্পনার কোন অভাব নেই। ফেডারেশনের আন্তরিকতার কোন ঘাটতি নেই। তবে মনে করি এক সময় এটার ফল আসবেই।’
×