ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেকের প্রত্যাশা

প্রকাশিত: ০৫:৫৬, ২০ জানুয়ারি ২০১৬

তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেকের  প্রত্যাশা

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের শেষদিকে জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন তরুণ মিডলঅর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। তবে অভিষেক হয়নি। এবার ডাক পেলেন টি২০ দলে। অভিষেকের অপেক্ষায় আছেন। কোন আন্তর্জাতিক ম্যাচ না খেললেও মোসাদ্দেকের লক্ষ্য আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের দলে সুযোগ করে নেয়ার। সে জন্য খেলার সুযোগ পেলে যথাসাধ্য চেষ্টা করবেন ভাল নৈপুণ্য দেখানোর। এমন প্রত্যয়ই জানালেন ময়মনসিংহের এ তরুণ ক্রিকেটার। সোমবার দলের অনুশীলন শেষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এসব কথা বলেন তিনি। দলকে নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে টাইগাররা। উদ্দেশ্য, টি২০ ক্রিকেটের জন্য ভাল একটা সমন্বয় খুঁজে বের করা। সেই সুবাদে দলে ডাক পেয়েছেন তরুণ মোসাদ্দেকও। গত বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে মূলত নজর কাড়েন তিনি। এ বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘লঙ্গার ভার্সনে খেলার আগে আমি ওয়ানডে ফরমেটই বেশি খেলেছি। অনুর্ধ-১৯-এর হয়ে খেলেছি, প্রিমিয়ার লীগে খেলেছি। আমার স্ট্রাইক রেট বলে যে ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে ভাল করব ইনশাআল্লাহ। আমার ইনজুরির পর আমি লঙ্গার ভার্সনে সুযোগ পেয়েছি বেশি। তখন ওয়ানডে বা টি২০ ছিল না। তখন ওইটাই আমাকে খেলতে হয়েছে। এখন আমার সামনে আছে টি২০, আমি এটা নিয়েই চিন্তা করছি।’ তিনি দাবি করেছেন স্ট্রোক খেলতেই বেশি পছন্দ করেন। তিনি বলেন, ‘আমি ওয়ানডে এবং টি২০ খেলতেই বেশি পছন্দ করি। এদিক থেকে আমি আত্মবিশ্বাসী যে টি২০ খেলতে পারছি।’ দলের পরীক্ষা-নিরীক্ষার বিষয় নিয়ে মোসাদ্দেক কিছু বলতে নারাজ। তিনি সুযোগ পাওয়াতেই দারুণ খুশি। এবার অপেক্ষায় আছেন জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হওয়ার। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চিন্তা করছি, প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছি। যদি খেলার সুযোগ পাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করব। আমি আসলে মিডেল অর্ডারে ব্যাট করতে পচ্ছন্দ করি, চার/পাঁচে। এটা টিম ম্যানেজমেন্টের ওপরে। আমি যে কোন জায়গায় খেলার জন্য তৈরি আছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই বড় ব্যাপার। যদি এমন হয় ছয় সাতে ব্যাট করি ওভার থাকছে না। দলের দরকার অনুযায়ী যেটা করা দরকার সেটাই করব।’ এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলারই সুযোগ হয়নি। তবু মোসাদ্দেকের স্বপ্নটা অনেক বড়। সুযোগ পেলে ভাল কিছু করে আসন্ন টি২০ এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের দলেও ঠাঁই করে নিতে চান তিনি। এ বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ আছে। আমি নিজে থেকে চিন্তা করছি যদি আমি এখানে ভাল করি তাহলে হয়তো এশিয়া কাপ এবং বিশ্বকাপে সুযোগ পেতে পারি। দু’টা ম্যাচ যদি খেলতে পারি চেষ্টা করব ভাল করার।’ নিজে ভাল করার পাশাপাশি দলকেও জয়ী দেখতে চান মোসাদ্দেক। ইতোমধ্যেই দুই ম্যাচ জিতে গেছে বাংলাদেশ। সেটা অব্যাহত রাখতে চান নিজের নৈপুণ্য দিয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘মাঠেই দেখা যাবে আমরা কি করতে পারব। কিছু খেলোয়াড় এদিক-ওদিক হচ্ছে, তাই আমি যদি সুযোগ পাই নিজের ভালটা করার চেষ্টা করব। আমাদের দল ভাল করছে। আমরা দুটি ম্যাচই জিতেছি, এখন চেষ্টা করব চারটি ম্যাচই জিততে। আমরা দুটি ম্যাচ জিতে টপে আছি, আর ওরা ব্যাকফুটে আছে। তাই এই জিনিসটা আমাদের কাজে দেবে।’
×