ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদায় হ্যালেপ, ভেনাস ও নাদালের

দুর্দান্ত জয়ে শুরু আনা ইভানোভিচের

প্রকাশিত: ০৫:৫৫, ২০ জানুয়ারি ২০১৬

দুর্দান্ত জয়ে শুরু আনা ইভানোভিচের

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রিসবেন ইন্টারন্যাশনালে। তবে সিডনিতে ফিরেছিলেন বিশ্বের দুই নম্বর তারকা সিমোনা হ্যালেপ। সেখানেও ইনজুরি পিছু ছাড়েনি। সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন তিনি। এবার বছরের প্রথম গ্র্যান্ডসøাম আসর অস্ট্রেলিয়ান ওপেন থেকেও ছিটকে গেলেন প্রথম রাউন্ডেই। মেলবোর্নের মার্গারেট কোর্ট এ্যারেনায় চাইনিজ কোয়ালিফায়ার ঝেং শুয়াই তাকে হারিয়ে দিয়েছেন সরাসরি ৬-৪ ও ৬-৩ সেটে। এছাড়াও ৮ নম্বর বাছাই বিশ্বের সাবেক এক নম্বর যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসও বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে। তবে মহিলা এককে জিতেছেন অন্য শীর্ষ বাছাই খেলোয়াড়রা। অপরদিকে পুরুষ এককে অঘটনের শিকার হয়েছেন বিশ্বের সাবেক এক নাম্বার স্পেনের তারকা রাফায়েল নাদাল। তাকে বিদায় করে দিয়েছেন স্বদেশী ফার্নান্দো ভারদাস্কো। ছিটকে গেছেন ১১ নম্বর বাছাই দক্ষিণ আফ্রিকার কেভিন এ্যান্ডারসনও। অস্ট্রেলিয়ান ওপেনে গতবার রোমান তারকা হ্যালেপ কোয়ার্টার ফাইনাল খেলেছিলেন। কিন্তু এবার প্রথমেই ছিটকে গেলেন তিনি। তাকে হারিয়ে গ্র্যান্ডসøাম আসরে নিজের প্রথম জয় পেয়েছেন চাইনিজ তারকা ঝেং। টেনিসের শীর্ষ ৩০০ খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বাজে নৈপুণ্য দেখিয়েছিলেন এ চাইনিজ তারকা। টানা ১৪ গ্র্যান্ডসøাম ম্যাচ হারেনি তার আগে কেউ। তবে প্রথম জয়টাই পেলেন এমন একজনের বিরুদ্ধে যা সত্যিই বিস্ময়কর। বিশ্বের দুই নম্বর তারকা রোমানিয়ার হ্যালেপকে হারিয়ে দিয়েছেন তিনি। এ কারণে ম্যাচ শেষে সব দর্শক উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছেন তাকে। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত ঝেং বলেন, ‘আমি অত্যন্ত উদ্বেলিত যে খুব ভাল খেলেছি। আমি খুবই খুশি এ কারণে যে বিশ্বের দুই নম্বর খেলোয়াড়কে হারিয়েছি।’ ২৭ বছর বয়সী ঝেং বর্তমানে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ১৩৩ নম্বর খেলোয়াড়। হ্যালেপের বিদায়ে সঙ্গী হয়েছেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণ তারকা ভেনাসও। তিনি ব্রিটিশ তারকা জোহানা কন্টার কাছে পরাজিত হয়েছেন ৬-৪, ৬-২ সেটে। তবে জয় পেতে ঘাম ঝরিয়েছেন ৭ নাম্বার বাছাই জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। তিনি জাপানের মিসাকি দোইকে ৬-৭ (৪-৭), ৭-৬ (৮-৬) ও ৬-৩ সেটে পরাজিত করেন। তিন নম্বর বাছাই স্পেনের গারবিন মুগুরুজাও শুভ সূচনা করেছেন। তিনি ৬-০, ৬-৪ সেটে উড়িয়ে দিয়েছেন এস্তোনিয়ার এ্যানেট কন্টাভেইটকে। ৯ নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা ৬-৪, ৬-৪ সেটে অস্ট্রেলিয়ার কিম্বার্লি বিরেলকে এবং সার্বিয়ান সুন্দরী আনা ইভানোভিচ (২০ নম্বর বাছাই) অস্ট্রেলিয়ার টামি প্যাটারসনকে ৬-২, ৬-৩ সেটে হারিয়ে শুভ সূচনা করেছেন। এছাড়াও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস, ফ্র্যান্সের এলিজ করনেট, যুক্তরাষ্ট্রের ভারভারা লেপচেঙ্কো, বেলজিয়ামের কার্স্টেন ফ্লিপকেন্স, জার্মানির স্যাবিনে লিসিকি, চেকের বারবোরা স্ট্রাইকোভা, রাশিয়ার একাতেরিনা মাকারোভা, সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ, ১১ নম্বর বাছাই সুইজারল্যান্ডের টিমিয়া ব্যাকসিনস্কি ও ইউক্রেনের এলিনা ভিতোলিনা। তবে পুরুষ এককের প্রথম রাউন্ডে বড় ধরনের অঘটন ঘটেছে। সাবেক বিশ্বসেরা নাদালকে বিদায় করে দিয়েছেন তারই স্বদেশী ভারদাস্কো। ৫ সেটের দীর্ঘ লড়াই শেষ হয় ৪ ঘণ্টা ৪১ মিনিটে! ভারদাস্কো জয় পান ৭-৬ (৮-৬), ৪-৬, ৩-৬, ৭-৬ (৭-৪) ও ৬-২ সেটে। এটি কোন মেজর টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে দ্বিতীয়বার বিদায় নেয়ার ঘটনা ১৪ গ্র্যান্ডসøাম জয়ী নাদালের। তার সঙ্গী হয়েছেন ১১ নম্বর বাছাই এ্যান্ডারসন। তিনি যুক্তরাষ্ট্রের রাজিব রামের কাছে হেরে গেছেন ৭-৬ (৭-৪), ৬-৭ (৪-৭), ৬-৩ ও ৩-০ সেটে। তবে সহজ জয় পেয়েছেন বিশ্বের দুই নম্বর এ্যান্ডি মারে। তিনি জার্মানির আলেক্সান্ডার জেরেভকে ৬-১, ৬-২, ৬-৩ সেটে হারিয়ে দেন। এছাড়া ১০ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনার, ১৩ নম্বর কানাডার মিলোস রাওনিক, স্পেনের ডেভিড ফেরার, তিন ফরাসী তারকা জেরেমি চার্ডি, নিকোলাস মাহুত ও গায়েল মনফিলস, রাশিয়ার আন্দ্রে কুজনেতসোভা ও স্পেনের ফেলিসিয়ানো লোপেজ দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
×