ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্ষবরণে যৌন নিপীড়ন জার্মানিতে এক আলজিরীয় গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৪, ২০ জানুয়ারি ২০১৬

বর্ষবরণে যৌন নিপীড়ন জার্মানিতে এক আলজিরীয় গ্রেফতার

জার্মানির কোলন শহরে বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনায় ২৬ বছর বয়সী একজন আলজিরীয় অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। যৌন নিপীড়নের ওই ঘটনায় প্রথমবারের মতো সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা হলো। একটি অভিবাসী আশ্রয়কেন্দ্র থেকে আলজিরীয় ওই যুবককে গ্রেফতার করা হলেও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আইন কর্মকর্তারা জানান, কার্পেন শহরের একটি অভিবাসী আশ্রয়কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আশ্রয়কেন্দ্রটির অবস্থান কোলন থেকে ১৯ মাইল দক্ষিণ-পশ্চিমে। সন্দেহভাজন ওই যুবকের বিরুদ্ধে একজন নারীকে যৌন পীড়ন ও তার সেলফোন চুরির অভিযোগ আনা হয়েছে। চুরির অভিযোগে ২২ বছর বয়সী আরেকজন আলজিরীয়কে গ্রেফতার করেছে পুলিশ। বর্ষবরণ অনুষ্ঠানের রাতে কোলন শহরের ৮৮৩ জন অধিবাসী অভিযোগ জানিয়েছেন। এদের মধ্যে ৪৯৭জনই নারী যারা তাদের উপর যৌন নিপীড়নের অভিযোগ করেছেন বলে পুলিশ জানিয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বর্ষবরণ অনুষ্ঠানের রাতে ৭৬৬টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে তিনজনকে ধর্ষণের ঘটনাও রয়েছে। বর্ষবরণের রাতের ওই ঘটনায় পুলিশ সন্দেহভাহন আরও ২১ জনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। তাদের কারও বিরুদ্ধেই যৌন হামলারে অভিযোগ আনা হয়নি। অন্য অপরাধের অভিযোগে তদন্ত চলছে। আটকদের মধ্যে বিচারের জন্য অপেক্ষমাণ আটজনের মধ্যে অধিকাংশের বিরুদ্ধেই চুরির অভিযোগ রয়েছে। -বিবিসি
×