ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেহরানের বাজার ধরতে বিদেশী বিনিয়োগকারীদের তৎপরতা

দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে ইরান

প্রকাশিত: ০৫:৫৩, ২০ জানুয়ারি ২০১৬

দৈনিক পাঁচ লাখ ব্যারেল  তেল উৎপাদন  করবে ইরান

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পরই দেশটি সে সুযোগকে কাজে লাগাতে চাচ্ছে। কিছু বিদেশী বিনিয়োগকারী দেশটিতে পৌঁছেছে তাদের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে। এ জন্য সোমবার দেশটিতে খনিজ তেলের উত্তোলন বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। খবর ইয়াহু নিউজের। গত বছর জুলাইয়ে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির স্বাক্ষর হওয়া পরমাণু চুক্তির আওতায় শনিবার ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বিদেশে জব্দ করা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত হয়েছে। দেশটিতে বিদেশী বিনিয়োগের দ্বার খুলেছে এবং বিশ্ব বাজারে ফের তেল রফতানি শুরু করতে পারছে দেশটি। এতে করে দেশটির পরমাণু বোমার পরীক্ষা প্রতিরোধ করা সম্ভব হবে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মত ব্যক্ত করেছেন। ইরানী প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার বলেছেন, আমরা পারমানবিক প্রক্রিয়া বন্ধ করার শর্তে অন্যান্য নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের দেশ নৈতিকভাবে ও ধর্মীয়ভাবে পারমাণবিক বোমার বিস্ফোরণের বিপক্ষে কাজ করে যাবে। ইরানী কর্তৃপক্ষের দেয়া তেল উত্তোলনের নির্দেশের পর দেশটির উপ-তেলমন্ত্রী রোকনউদ্দিন জাভাদি বলেন, উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রদান করা হয়েছে। ইরান প্রতিদিন গড়ে তেলের উৎপাদন পাঁচ লাখ ব্যারেল পর্যন্ত বাড়াতে পারবে। বিশ্ব বাজারে চাহিদা থেকে সরবরাহ বেশি থাকায় তেলের মূল্য আগে থেকেই কম ছিল।
×