ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৫ বছরের মধ্যে চীনের সর্বনিম্ন প্রবৃদ্ধি

প্রকাশিত: ০৫:৪৯, ২০ জানুয়ারি ২০১৬

২৫ বছরের মধ্যে চীনের সর্বনিম্ন প্রবৃদ্ধি

বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। ২০১৫ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৬.৯ শতাংশ। গত ২৫ বছরের মধ্যে এটিই দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধি। এর আগে ১৯৯০ সালে ৭ শতাংশের কম প্রবৃদ্ধি হয়েছে দেশটিতে। কর্তৃপক্ষ বছর শেষে ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশা করেছিল। অর্থনৈতিক প্রবৃদ্ধির যে তথ্য প্রকাশ করা হয়েছে তারচেয়ে প্রকৃত প্রবৃদ্ধি আরও কম হয়েছে বলে সমালোচকরা মত প্রকাশ করেছেন। তারা বলছেন, দেশটির বিভিন্ন প্রদেশের যে অর্থনৈতিক তথ্য প্রকাশিত হয়েছে সে অনুযায়ী দেশটির প্রকৃত প্রবৃদ্ধি আরও কম হওয়ার কথা। তবে চীনা কর্তৃপক্ষ সমালোচকদের মতামতকে প্রত্যাখ্যান করে বলেছেন, প্রবৃদ্ধির প্রকৃত তথ্যই প্রকাশ করা হয়েছে। এক দশক ধরে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পর গত দ্ইু বছর ধরে চীনের অর্থনীতিতে ধীর গতি চলছে। -অর্থনৈতিক রিপোর্টার
×