ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় প্রায় সব পণ্যেই ছাড়

প্রকাশিত: ০৫:৪৮, ২০ জানুয়ারি ২০১৬

বাণিজ্যমেলায় প্রায় সব পণ্যেই ছাড়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ক্রেতা আকর্ষণের জন্য নানা পন্থা অবলম্বন করছে দেশী-বিদেশী বিভিন্ন স্টল-প্যাভিলিয়ন মালিকরা। কেউ দিচ্ছে নগদ ছাড়, কেউ বিশেষ অফার আবার কেউ এক পণ্যের সঙ্গে আরেক পণ্য উপহার (ফ্রি) দিচ্ছে। ফলে এসব ছাড়ে ক্রেতারাও ঝুঁকছেন তাদের স্টল-প্যাভিলিয়নে। বাণিজ্যমেলার ১৮তম দিনে ভিড় কিছুটা কম হলেও বিক্রেতারা থেমে নেই ক্রেতা আকর্ষণের চেষ্টা করতে। এক কোম্পানি আরেক কোম্পানি থেকে প্রতিযোগিতা করে ছাড় দিচ্ছে। ক্রেতা আকর্ষণে কেউ দিচ্ছে ১০ শতাংশ, কেউ ১৫ শতাংশ, কেউ আবার ৫০ শতাংশ পর্যন্ত ছাড়া দিচ্ছে। আবার কেউ উপহারসামগ্রী দিচ্ছে। ফলে বেচাকেনাও বেশ ভাল হচ্ছে বলে জানা গেছে। মেলায় গৃহস্থালি পণ্য নিয়ে আরএফএল প্লাস্টিক ও ইতালিয়ানোর দুটি প্যাভিলিয়ন রয়েছে প্রাণ আরএফএল গ্রুপের। একটিতে ইতালিয়ানো ব্র্যান্ডের সামগ্রী আর অন্যটিতে প্লাস্টিকের সামগ্রী। এদের সব ধরনের পণ্যের ওপর থাকছে ১০ শতাংশ ছাড়। দিল্লী এ্যালুমিনিয়ামের সবচেয়ে আকর্ষণীয় পণ্য হলো এ্যালুমিনিয়ামের কারুকাজ করা ট্রে, মগ, গ্লাস, বাটি, বড় থালা ও টিফিন বক্স, যা আমদানি করা হয়েছে থাইল্যান্ড থেকে। ১২০ থেকে এক হাজার ৪০০ টাকায় পাবেন ট্রেগুলো। এক হাজার ৫০ থেকে দুই হাজার ৫৫০ টাকায় আছে বড় থালা। এক হাজার ৪৫০ টাকার মধ্যে পাবেন বিভিন্ন বাটি। এছাড়া ননস্টিক আইটেম তাওয়া, ফ্রাইপ্যান ৩০০ থেকে ৭০০ টাকার মধ্যে। বিভিন্ন ডিজাইনের প্লেট রয়েছে ২০০ থেকে ৪৫০ টাকায়। পাশাপাশি ঢাকনাসহ বাটি পাবেন ৫৫০ টাকায়। ক্রোকারিজের বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছে কিয়াম। ইলেক্ট্রনিক্স পণ্যে রয়েছে নগদ ছাড়সহ আকর্ষণীয় উপহার। যে কোন মেলায় ছাড় না থাকলে ক্রেতা-দর্শণার্থীরা আগ্রহ হারায়। ইলেক্ট্রনিক পণ্যের মধ্যে এবার বাণিজ্যমেলায় টেলিভিশন ও রেফ্রিজারেটরের চাহিদা বেশি। এছাড়া ওয়াশিং মেশিন, এয়ারকন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, টোস্টারসহ বিভিন্ন হোম এ্যাপ্লায়েন্সেও ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা গেছে। মোবাইল ফোনসহ এবারের মেলায় চার শতাধিক মডেলের পণ্য এনেছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। এসব পণ্যে নগদ ছাড়সহ বিনামূল্যে হোম ডেলিভারি দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেলায় ওয়ালটনের ১৯টি মডেলের স্মার্টফোন, ১৬টি মডেলের ফিচার ফোন ও পাঁচটি মডেলের ওয়ালপ্যাড রয়েছে। আকর্ষণীয় এসব মোবাইলের সঙ্গে সর্বশেষ যুক্ত হয়েছে উন্নত প্রযুক্তির স্মার্টফোন প্রিমো জেডএক্স-২ ও এসএক্স-৩। বাণিজ্যমেলায় স্কয়ার ইলেক্ট্রনিক্স পণ্যে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড় দিচ্ছে। কোম্পানিটির প্যাভিলিয়নে শার্প, জেনারেল, মিতসুবিতশি এই তিন ব্র্যান্ডের এসি পাওয়া যায়। শার্পের এসির বর্তমান মূল্য ৭২ হাজার ৯০০ টাকা হলেও মেলা উপলক্ষে ছাড় দিয়ে ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এদিকে মেলায় ফ্রিজের সঙ্গে রাইস কুকার ফ্রি দিচ্ছে কোম্পানিটি। এবারের মেলায় যমুনা ইলেক্ট্রনিক্স বিভিন্ন এলইডি টেলিভিশনে ছাড় দিচ্ছে। রেফ্রিজারেটর ও ফ্রিজারেও মূল্য ছাড় দিয়ে ক্রেতা টানার চেষ্টা করছে যমুনা ইলেক্ট্রনিক্স। এছাড়া মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, বৈদ্যুতিক পাখার বেচাকেনাও বেশ ভাল বলে জানা গেছে। এসব পণ্যেও ছাড় রয়েছে। ক্রেতা আকর্ষণের জন্য এলইডি টিভি, রেফ্রিজারেটর, এসিসহ সব পণ্যেই ১৫ শতাংশ ছাড় দিচ্ছে মাইওয়ান। মেলায় সব পণ্যেই ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে মিনিস্টার। মেলায় সাশ্রয়ী মূল্যে এলইডি স্মার্ট টিভি দিচ্ছে ভিশন ইলেক্ট্রনিক্স। মেলা উপলক্ষে সব ধরনের টেলিভিশনেই ক্রেতাদের জন্য ৮ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাণিজ্যমেলায় থ্রি-পিসের স্টলগুলোতে একটির সঙ্গে আরও দুটি থ্রি-পিস ফ্রি দেয়া হচ্ছে। এছাড়া স্বপ্ন লাইফ ও স্মার্টেক্স দিচ্ছে পোশাকজাতীয় পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
×