ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৭, ২০ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

প্রকৌশলী পুরস্কৃত নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ জানুয়ারি ॥ পাবনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জামানুর রহমান শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন। পাবনার ডিজিটাল মেলায় উদ্ভাবনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়ায় তাকে পুরস্কৃত করা হয়। এছাড়া জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে পাবনা সদর উপজেলার নির্বাহী অফিসার রায়হানা ইসলাম এবং চাটমোহর উপজেলার ইউএনও শেহেলী লায়লাকেও পুরস্কার প্রদান করা হয়। আওয়ামী লীগ অফিসে আগুন স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া সদরের গোকুল ইউনিয়ন আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জামায়াতকে দায়ী করেছে। লোকজন জানায়, সোমবার মধ্যরাতের পর ১০-১২ জনের অস্ত্রধারী দুর্বৃত্ত দরজা ভেঙ্গে অফিসে ঢুকে আগুন লাগায়। অফিসের আসবাবপত্র, টেলিভিশন সেট পুড়ে যায়। দেয়ালে টাঙ্গানো বঙ্গবন্ধুর ছবি পুড়িয়ে দেয়া হয়। গোকুল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসটি চাঁদমুহা গ্রামে অবস্থিত। জানা গেছে, সেখানে আওয়ামী লীগের দুটি কমিটি আছে। এক কমিটির সভাপতি পদে থেকে নেতৃত্ব দিচ্ছে রেজাউল রেজা। আরেক কমিটির সভাপতি শাজাহান। দুই সভাপতি সন্দেহ করছেন, জামায়াতের ক্যাডাররা অফিস পুড়িয়ে দিতে পারে। অপহরণকারীর কারাদ- নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ জানুয়ারি ॥ প্রান্তি রোজারিও নামের শিশুকে অপহরণের দায়ে অপহরণকারী চক্রের নারী সদস্য রুমা খাতুনকে ১৪ বছরের সশ্রম কারাদ-ে দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খন্দকার হাসান মোহাম্মাদ ফিরোজ এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত রমা খাতুন গুরুদাসপুর উপজেলার মশিন্দা গ্রামের রবিউল খাঁর মেয়ে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর শাজাহান কবির জানান, ২০১১ সালের ২৫ জুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফ বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী নির্মল আগস্টিন রোজারিওর মেয়ে প্রান্তি রোজারিওর স্কুলে গিয়ে রুমা খাতুন নিজেকে প্রান্তির খালা পরিচয় দেয়। পরে সে প্রান্তিকে নিয়ে স্কুল থেকে বের হয়। ঘটনাটি স্কুলের শিক্ষকদের সন্দেহ হলে বনপাড়া কারিতাস মার্কেটের সামনে থেকে স্থানীয়রা প্রান্তিকে উদ্ধার ও রুমা খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ৫০ লাখ টাকার কাঠ আটক নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৯ জানুয়ারি ॥ বিআইডাব্লিউটিএ কর্মকর্তারা অভিযান চালিয়ে আটটি বাল্কহেডসহ ৫০ লাখ টাকার গাছ আটক করেছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর ল¹িমারাচর এলাকা থেকে আটটি বাল্কহেডসহ ৫০ লাখ টাকার গাছ আটক করে চাঁদপুর নৌবন্দরে আনা হয়। আটককৃত বাল্কহেডগুলো হলোÑ এমভি আরিফুল, এমভি আফছানা মিমি, মায়ের বাধন, মায়ের দোয়া, অনিক-অনিকা, ফজর, মারুফ সাফুর, রফিক-নুরুল পরিবহন। বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অবৈধভাবে মেঘনায় দীর্ঘদিন একটি চক্র কাঠ, তেলসহ বিভিন্ন চোরাকারবারি করে আসছিল। এরই সূত্র ধরে উদ্ধার গাছ ও বাল্কহেড আটক করা হয়। মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ জানুয়ারি ॥ বাউফল উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রিপোর্টের জের ধরে সংবাদ প্রতিদিনের সাংবাদিক নাজিম উদ্দিনকে উপজেলা চেয়ারম্যান রবিবার সন্ধ্যার দিকে ইউএনওর কার্যালয়ের সামনে বসে অকাথ্য ভাষায় গালিগালাচ ও হাত পা ভেঙ্গে দেয়ার হুমকির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আর্থিক সহায়তা নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ হরতাল-অবরোধ চলাকালে ককটেল ও পেট্রোলবোমায় আহতদের আর্থিক সহায়তা ও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার দুপুরে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সোনালী ব্যাংক মানিকগঞ্জ রিজিওনাল অফিস। সোনালী ব্যাংক মানিকগঞ্জ রিজিওনাল অফিস কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার উমা রায়ের সভাপতিত্ব করেন। মুন্সীগঞ্জে সংঘর্ষ ॥ আহত ১০ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলার সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামাই শ্বশুরের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন টেটাবিদ্ধসহ আহত হয়েছে কমপক্ষে ১০জন। তাছাড়া প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়েছে ২টি বসত ঘর, ২টি নাড়ারপালা ও মোটরসাইকেল। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের মান্নান কোস্পানী ও তার মেয়ের জামাই জেলা পল্লী বিদুৎ সমিতির সভাপতি জাকির হোসেনের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে জামাই শ্বশুরের বনিবনা হচ্ছিল না। এমপিএড কোর্সে ভর্তি শুরু আজ নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৯ জানুয়ারি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড) কোর্সে ভর্তির আবেদন বুধবার থেকে শুরু হয়ে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম এ তথ্য জানিয়েছে। কলাপাড়ায় নিউমোনিয়া শিশুর মৃত্যু, আক্রান্ত চার শতাধিক নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ জানুয়ারি ॥ মঙ্গলবার সকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কলাপাড়া হাসপাতালে শিশু সৈকতের (১৭ মাস) মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে অন্তত চার শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। ব্যাপক নিউমোনিয়ার প্রকোপের আশঙ্কা করেছেন চিকিৎসকরা। কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত আউটডোর ও ইনডোরে চার শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। গত দু’দিনে আশঙ্কাজনক অবস্থায় নিউমোনিয়ায় আক্রান্ত তামিম হোসেন (২), ফারিয়া (১৮ মাস), জিদান (৬ মাস), ইমাম হোসেন (৬ মাস), তুবা (আড়াই বছর), মারিয়া (৬ মাস), শোয়েবা (৭মাস), সাইদুর রহমান (১০ মাস), জিদনী (৬ মাস), শিল্পী (২৫), জান্নাতী (৫ মাস) এবং ডায়রিয়ায় আক্রান্ত জিদান (১৭ মাস), ফেরদৌস (২২),শারমিন (২০ মাস), নাঈম (১৮ মাস), ফেরদৌস হোসেন (৭), ইব্রাহিম (২), মোস্তফা (১০), সুমাইয়া (১৪ মাস) ও আল কাইয়ুম (২) হাসপাতালে ভর্তি হয়েছে। দলিল লেখক সমিতির সংঘর্ষ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দলিল লেখক সমিতির অর্থের ভাগবাটোয়ারা নিয়ে মঙ্গলবার দুপুরে সোনাতলা উপজেলা সদরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়। সূত্র জানায়, সোনাতলা সাব রেজিস্ট্রি অফিসের কাছেই দলিল লেখক সমিতির কার্যালয়। কিছুদিন ধরে লেখক সমিতির দুই পক্ষের মধ্যে ঠা-া লড়াই চলছিল। পঞ্চগড়ে বিলুপ্ত ৩৬ ছিটমহলের কলমি নকশা বহি হস্তান্তর স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলের কলমি নকশা ও মালিকানার হাল তথ্যসংবলিত বহি ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালকের নিকট হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক অফিস সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সচিব মেসবাউল আলম বিলুপ্ত ৩৬টি ছিটমহলের ১৭টি মৌজার ২০৭টি কলমি নকশা ও মালিকানার হাল তথ্যসংবলিত বহি ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল জলিলের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম। অনুষ্ঠানে পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহ্মদ, জোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আযম বক্তব্য রাখেন। গত বছরের ৩১ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ১৬২টি ছিটমহল বিনিময় হওয়ার পর বিলুপ্ত এসব ছিটমহলের জমির মালিকানা নির্ধারণে ১৫ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রাক জরিপ কার্যক্রম পরিচালিত হয়। এই জরিপ কার্যক্রমে ২৫ হাজার ৩৭৩ জন জমির মালিকের ১১ হাজার ৯৩২ দশমিক ৭৪ একর জমির মালিকানা নির্ধারণ করা হয়। এতে ২০৭টি কলমি নকশা ও মালিকানা তথ্য সংক্রান্ত বহি প্রস্তুত হয়। এসব বহি মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। ওসির হামলায় আহত নেতার অবস্থা গুরুতর স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলামের নির্মম নির্যাতনে গুরুতর আহত স্বেচ্ছাসেবকলীগ নেতাকে মঙ্গলবার বিকেলে মুমুর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাদলের পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে থানার ওসি মনিরুল ইসলামের গাড়ি রাস্তার পাশে রাখা কাটা গাছে বাধলে ওসি ক্ষিপ্ত হন। গাছের মালিক গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক সেরাল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাদল সেরনিয়াবাতকে প্রকাশ্যে মারধর করে আহত করে। পরে বাদল স্থানীয় এমপির বাড়িতে ঘটনার বিচার চাইতে গেলে সেখানে দ্বিতীয় দফায় থানার গাড়িচালক মোকলেছুর রহমান বাদলকে মারধর করে। আইসিটি ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ জানুয়ারি ॥ মঙ্গলবার দুপুরে ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের আইসিটি ভবন উদ্বোধন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় ও চতুর্থ তলা ভবন উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। মেছোবাঘের বাচ্চা উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় দু’দিনে দুটি মেছোবাঘের বাচ্চা আটকের পর ওই এলাকায় বাঘ আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার আবারও একটি মেছোবাঘের বাচ্চা উদ্ধার করেছে জনতা। সকালে বাঘার চ-ীপুর এলাকা থেকে ওই মেছোবাঘের বাচ্চাটি আটক করা হয়। খবর পেয়ে দুপুরের দিকে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা মেছোবাঘটিতে উদ্ধার করে নিজেদের তত্ত্বাবধানে নেন। আওয়ামী লীগে যোগ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুইয়া আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার সন্ধ্যায় ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বাবুল ভুইয়া, মকবুল হোসেন, আলী ওসমান মাস্টার, ইমদাদুল হক মোল্লা, জাহাঙ্গীর মিয়া, প্রমুখ। এ সময় বক্তরা বলেন, ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জামায়াত-বিএনপি সেটি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য ও দেশের জন্য কাজ করে যাব। কোন অপশক্তিকে ছাড় দেয়া হবে না। এক কোটি টাকার ভারতীয় শাড়ি আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোর ২৬ ব্যাটালিয়ন জেলার বেনাপোল থানাধীন শিকড়ীবটতলা থেকে এক কোটি ১৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও শাটিং থান কাপড় উদ্ধার করেছে। সোমবার গভীর রাতে তা উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানীরা পালিয়ে যায়। ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ৯৭৪টি ভারতীয় উন্নতমানের শাড়ি যার মূল্য ৯৮ লাখ ৪০ হাজার টাকা এবং ১৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৩টি শাটিং থান আটক করা হয়। আটককৃত মালামাল যশোর শুল্ক গুদামে জমা করা হয়েছে। শিক্ষার্থীদের বৃত্তি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জেলার ফকিরহাটে মঙ্গলবার ‘শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন’-এর উদ্যোগে ২৮৯ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণীজনদের সম্বর্ধনা দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দীন এমপি প্রধান অতিথি হিসেবে তাদের হাতে শিক্ষা সহায়তা, সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন এবং নবগঠিত এ ফাউন্ডেশনের উদ্বোধন করেন। ভোলায় ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৯ জানুয়ারি ॥ ভোলায় উৎসবমুখর পরিবেশে তিন শতাধিক ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণের মধ্য দিয়ে মঙ্গলবার সকাল থেকে শুরু হচ্ছে তিন দিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) ও ডিজিটাল মেলা। এ উপলক্ষে সকালে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের মেয়র পার্কে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সেলিম রেজা। মাদকবিরোধী প্রচার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ জানুয়ারি ॥ কুমিল্লার আট শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচার ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১৫ মিনিটব্যাপী শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী এ কর্মসূচী পালন করা হয়। নগরীর কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা সড়কে ব্যানার-ফেস্টুন ও লিফলেট নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
×