ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাবিপ্রবিতে আওয়ামীপন্থীদের বিজয়

প্রকাশিত: ০৫:৪৬, ২০ জানুয়ারি ২০১৬

শাবিপ্রবিতে আওয়ামীপন্থীদের বিজয়

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির ২০১৬ নির্বাচনে মোট এগারটি পদের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষকরা ৯টি এবং বিএনপি-জামায়াতপন্থী প্যানেল ২টি পদে জয়ী হয়েছে। আওয়ামীপন্থী শিক্ষকরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে সভাপতি পদে অধ্যাপক সৈয়দ শামসুল আলম, সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মুহিবুল আলম, যুগ্ম সম্পাদক পদে সহযোগী অধ্যাপক আল-আমিন রাব্বি, সদস্য পদে অধ্যাপক নাজিয়া চৌধুরী, অধ্যাপক দীপেন দেবনাথ এবং সহকারী অধ্যাপক এটিএম শহীদুল হক মজুমদার বিজয়ী হন। আওয়ামী-বাম শিক্ষক প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে কোষাধ্যক্ষ অধ্যাপক মুশতাক আহমদ ও সদস্য পদে সহযোগী অধ্যাপক এস এম হাসান জাকিরুল ইসলাম, অধ্যাপক জহির বিন আলম বিজয়ী হন। বিএনপি-জামায়াত শিক্ষক প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তা ও ধর্মীয় মুল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক পরিষদ’ থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক মোজাম্মেল হক এবং সদস্য পদে অধ্যাপক মোহাম্মদ ইকবাল জয়ী হন। সোমবার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১২টায় ফলাফল ঘোষণা করা হয়।
×