ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উপজেলার দাবিতে দর্শনায় পাঁচ কিমি মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৬, ২০ জানুয়ারি ২০১৬

উপজেলার দাবিতে দর্শনায় পাঁচ কিমি মানববন্ধন

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১৯ জানুয়ারি ॥ উপজেলার শিল্পনগরী দর্শনা পৌরসভাকে পূর্ণাঙ্গ উপজেলার দাবিতে চুয়াডাঙ্গা-কালীগঞ্জ মহাসড়ক দর্শনা বাসস্ট্যান্ড থেকে দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তায় মানববন্ধন করেছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার বেলা ১১টায় দর্শনা পৌরশহরসহ কুড়ালগাছি, পারকৃঞ্চপুর-মদনা, বেগমপুর, তিতুদাহ, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ, ছাত্র, শিক্ষক, নাট্যকর্মী, ব্যবসায়ীসহ এলাকার অংশগ্রহণ করে উপজেলা বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য হাজী আলি আজগর টগর বলেন, দর্শনাকে উপজেলা করার দাবিটি আমাদের প্রাণের দাবি। আমাদের দাবি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন। তার নির্দেশে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রটি থানায় রূপান্তরের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই উপজেলা বাস্তবায়নও আমরা দেখতে পারব। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান, জাসদের কেন্দ্রীয় দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান, মেয়র মহিদুল ইসলাম, সিপিবির সভাপতি এ্যাডভোকেট শহিদুল প্রমুখ।
×