ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনতার ক্ষোভ

বরিশালে স্কুলে আল-বদর বাহিনীর প্রতিষ্ঠাতাকে প্রধান অতিথি

প্রকাশিত: ০৫:৪৫, ২০ জানুয়ারি ২০১৬

বরিশালে স্কুলে আল-বদর  বাহিনীর প্রতিষ্ঠাতাকে  প্রধান অতিথি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের বিদ্যাপীঠে স্বাধীনতা বিরোধী আল বদর বাহিনীর প্রতিষ্ঠাতা জেলা জামায়াতের আমীরকে প্রধান অতিথি করায় ফুঁসে উঠেছে স্বাধীনতা প্রেমী সর্বস্তরের জনতা। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের। জানা গেছে, ওই বিদ্যালয়ের ঈদ-ই মিলাদুন্নবী উদযাপনের দিন ধার্য করা হয় আগামি ২১ জানুয়ারি। এ জন্য স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক মঙ্গলবার সকাল থেকে দাওয়াতপত্র বিলি করেন। তাতে প্রধান অতিথি করা হয় ১৯৭১ সালে বরিশাল জেলায় আল-বদর বাহিনীর প্রতিষ্ঠাতা জেলা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন খানকে। আর বিশেষ অতিথি করা হয়েছে পিস কমিটির সভাপতি আফতাব উদ্দিন মুন্সির ছেলে আলাউদ্দিন ফারুকীকে। দাওয়াতপত্রটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিলি হওয়ার পর চরম ক্ষোভের সৃষ্টি হয়। স্বাধীনতার ৪৪ বছর পর স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে ক্ষোভে ফেটে পড়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব) লিয়াকত আলী হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় চরম ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানের অতিথি পরিবর্তন করতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, আবুবকর সিদ্দিক, তাজুল ইসলাম, আহমেদ জালাল, তৈয়ব আলী ভূঁইয়া, লুৎফর রহমান তালুকদার, আব্দুল গনি হাওলাদার, করম আলী সরদার প্রমুখ। এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী ইউনিট কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, যে স্কুলের ছাত্র ছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেখানে পদচারণা ছিল নেতাজী সুভাষ চন্দ্র বসুর, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূর্য সৈনিক তারক চন্দ্র সেনের। শহীদ মুক্তিযোদ্ধা সিপাহী আলাউদ্দিনের সমাধি যে স্কুলের পাশে। স্কুল পরিচালনা পর্ষদের সেক্রেটারী ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত। যে স্কুলের মাঠে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া হয়েছিলো। সেই স্কুলে স্বাধীনতা বিরোধীদের অতিথি করে অনুষ্ঠানের আয়োজন পরিকল্পিত ঘটনা। এ ব্যাপারে প্রধান শিক্ষক জহিরুল হক বলেন, কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা জানান, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান অতিথি করার প্রস্তাব দিয়েছিলেন। পরে তাঁর অনুপস্থিতিতে প্রধান শিক্ষক নিজের পছন্দে মাওলানা শিহাব উদ্দিন খানকে প্রধান অতিথি করেছেন।
×