ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নারী, শিশু ও পুলিশসহ নিহত ছয়

প্রকাশিত: ০৫:৪২, ২০ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় নারী, শিশু ও পুলিশসহ  নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় পঞ্চগড়ে দুই মোরটসাইকেল আরোহী, বাগেরহাটে শিশুসহ দুই, সাভারে এক নারী ও যশোরে এক পুলিশ নিহত হয়েছে। অপরদিকে পটিয়ায় ২০ জন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- পঞ্চগড় ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জে নৈশকোচের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সোনাহার এলাকার দেবীগঞ্জ-নীলফামারৗ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনাহার ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের জাকিরুল ইসলাম (৪০) এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকার রেজাউল ইসলাম স্বপন (৩৫)। রেজাউল ইসলাম স্বপন ডোমার উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তারা দু’জনে মোটরসাইকেলে করে রাজশাহীর ট্রেন ধরার জন্য নীলফামারী স্টেশনে যাচ্ছিলেন। বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বাগেরহাট ॥ পিতার কোলে থাকা সাব্বির নামে চার বছরের এক শিশু বাসের ধাক্কায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট বাসস্ট্যান্ডের সামনের সড়কে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত সাব্বির কচুয়া উপজেলার গজারিয়ার আলীপুর গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে। ভ্যানযোগে বাগেরহাট শহরের দিকে আসার সময় শিশুটি তার পিতার কোলে বসা ছিল। তখন একটি যাত্রীবাহী বাস ওই ভ্যানটিকে ধাক্কা দিলে শিশুটি তার পিতার কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় এবং বাসের চাকায় পিষ্টে নিহত হয়। অপরদিকে, দুপুরে সড়ক দুর্ঘটনায় জাকির হাওলাদার (৩৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত জাকির শরণখোলা উপজেলার রায়েন্দা কদমতলা গ্রামের কাদের হওলাদারের ছেলে। ভারত থেকে ফেরার পথে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। তিনি বাসের ছাদে বসা ছিলেন। সাভার ॥ রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাস চাপায় মারা গেছে সুফিয়া বেগম (৪০)। তিনি নেত্রকোনার কলমাকান্দা থানার ধোবাপাড়া গ্রামের ইস্র্রাফিল মিয়ার স্ত্রী। ৫ সন্তান ও স্বামীকে নিয়ে থাকতেন সাভার পৌর এলাকার রেডিওকলোনিতে। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সুফিয়া রাজমিস্ত্রীর যোগালী হিসেবে কাজ করতেন। যশোর ॥ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল ফিরোজ চৌধুরী চৌগাছা উপজেলার দুর্গা বরকাটি গ্রামের আবুল কালাম চৌধুরীর ছেলে। তিনি খুলনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আহত নূর আলম চৌধুরী ওই একই গ্রামের জয়নাল চৌধুরীর ছেলে। পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছে ২০ জন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া জলুরদীঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
×