ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে স্কুলছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪১, ২০ জানুয়ারি ২০১৬

শেরপুরে স্কুলছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৯ জানুয়ারি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের তিন স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় দোষীদের শাস্তি ও ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, বিশ্ব মানবাধিকার সংস্থা ও স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে নাকুগাঁও স্থলবন্দর সড়কের চারআলী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশ্ব মানবাধিকার সংস্থার সদস্য তালুকদার রোজী সিদ্দিকী, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুহুল আমিন, সহকারী শিক্ষক লুৎফর রহমান প্রমুখ। বক্তারা ঘাতক ট্রাক চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গত ৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের জামাল, রাজন ও নজরুল নামের দশম শ্রেণীর তিন স্কুলছাত্র ভাড়া করা মোটরসাইকেল নিয়ে নালিতাবাড়ী শহরে যাওয়ার পথে স্থলবন্দর সড়কের নয়াবিল এলাকায় দাঁড়ানো অবস্থায় খালি ট্রাক বিপরীত দিক থেকে বেপরোয়া চালিয়ে এসে তাদের চাপা দেয়।
×