ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবি

প্রকাশিত: ০৫:৪১, ২০ জানুয়ারি ২০১৬

গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন দাবি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ জানুয়ারি ॥ ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত করার দাবিতে গাইবান্ধা প্রেসক্লাবে মঙ্গলবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গজারিয়া ইউনিয়ন নাগরিক কমিটির নেতা শফিউল আলম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে গত ৪২ দিন ধরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট, বিক্ষোভসহ নানা কর্মসূচী পালন করে আসছিল। গত সোমবার গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার আশরাফুল ইসলাম ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিলে আন্দোলন কর্মসূচী স্থগিত রাখা হয়। কিন্তু গজারিয়া ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত দাবির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠান বানচাল করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এছাড়া স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কুচক্রী মহল ভিন্ন খাতে প্রভাবিত করতে নানা ষড়যন্ত্র, মিথ্যাচার এবং সাম্প্রদায়িক ঘটনার রং লাগিয়ে তা প্রচারে অপচেষ্টায় লিপ্ত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় এই আন্দোলনকারীরা কোন সংবাদকর্মীর অফিসঘর ভাংচুর বা তাকে লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটাননি। দৈনিক সমকালের ফুলছড়ি উপজেলা প্রতিনিধি ভবতোষ রায় মনা চরম নিরাপত্তাহীনতায় তার পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে যে বক্তব্য গাইবান্ধার সাংবাদিকদের কাছে উপস্থাপন করে মানববন্ধন কর্মসূচীসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, তাকে লাঞ্ছিত করা বা তার নিরাপত্তা বিঘিœত হওয়ার মতো কোন ঘটনা আদৌ ঘটেনি বা আগামীতে এই আন্দোলনকে কেন্দ্র করে এ ধরনের কোন ঘটনা ঘটার আশঙ্কাও নেই।
×