ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষকদের আন্দোলনে বাকৃবিতে সেশন জটের আশঙ্কা

প্রকাশিত: ০৫:৪০, ২০ জানুয়ারি ২০১৬

শিক্ষকদের আন্দোলনে বাকৃবিতে সেশন জটের আশঙ্কা

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের টানা কর্মবিরতিতে দীর্ঘমেয়াদী সেশনজটে পড়তে যাচ্ছে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। গত কয়েকদিনে শিক্ষকদের কর্মবিরতিতে ছয়টি অনুষদের বিভিন্ন বর্ষের অন্তত ২৮টি ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ আছে শ্রেণী পরীক্ষাও, যে কারণে দীর্ঘমেয়াদী সেশনজটের আশঙ্কা করছে শিক্ষার্থীরা। পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা সূত্রে জানা যায়, শিক্ষকদের টানা আন্দোলনের কারণে স্থগিত করা হয়েছে ভেটেরিনারি অনুষদের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ১১টি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ বর্ষের পাঁচটি, পশুপালন অনুষদের প্রথম বর্ষের চারটি, মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম বর্ষের চারটি, কৃষি অনুষদের প্রথম বর্ষের দুটি এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের প্রথম বর্ষের দুটি কোর্সের ফাইনাল পরীক্ষা মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। মাস্টার্স, পিএইচডি শিক্ষার্থীদের পরীক্ষা এবং ডিফেন্সও বন্ধ রয়েছে। এছাড়াও ছয়টি অনুষদের কয়েকটি বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে সেগুলো শুরু করা হয়নি এবং কয়েকটি পরীক্ষার সময়সূচী চূড়ান্ত করার কথা থাকলেও তা করা হয়নি। এ আন্দোলন দীর্ঘস্থায়ী হলে ছয়টি অনুষদের আরও কয়েকটি বর্ষের ফাইনাল পরীক্ষা পিছিয়ে যাওয়ার আশঙ্ক রয়েছে। ২০০৩ সাল থেকে সেমিস্টার প্রদ্ধতিতে পাঠদান শুরু হলে একযুগ কোন সেশনজটের সম্মুখীন হয়নি বাকৃবির শিক্ষার্থীরা। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আন্দোলন হলেও শিক্ষকদের আন্তরিকতায় কোন সেশনজটের সৃষ্টি হয়নি।
×