ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বাস শ্রমিক-গ্রামবাসী সংঘর্ষ

প্রকাশিত: ০৫:৩৯, ২০ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে বাস শ্রমিক-গ্রামবাসী  সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর ভদ্রার ‘স্মৃতি অম্লান’ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ বাসস্ট্যান্ডে স্থানীয়দের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা একটি বাস ভাংচুর করেছে। এ নিয়ে মঙ্গলবার দুপুর থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক আহত হওয়ার জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে দু’জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর ভদ্রা মোড়ে মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যানচালক আহত হয়। এ ঘটনার পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে একটি বাস ভাংচুর করে। ওই বাসের চালককেও মারপিট করা হয়। পরে এনিয়ে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেন, নগরীর দুই দুইটা নির্ধারিত বাসস্ট্যান্ড থাকলেও বিভিন্ন রুটের বাস ভদ্রা দিয়ে অনিয়ন্ত্রিতভাবে বাস চলাচল করে। সেখানে অলিখিত স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। মোড়ে যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঘটনাও ঘটছে। এছাড়া অনিয়ন্ত্রিতভাবে ভদ্রা মোড়ে বাস রেখে যানজট সৃষ্টি করা হচ্ছে। এতেই ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বাস ভাংচুর এবং চালককে মারপিট করে। এদিকে চালককে মারপিট ও বাস ভাংচুরের খবর পেয়ে ভদ্রা অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে অন্য বাস শ্রমিকরা এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় ভদ্রা হয়ে কিছুক্ষণ বাস চলাচল বন্ধ ছিল।
×