ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে স্বেচ্ছাশ্রমে সড়ক ও সেতু

প্রকাশিত: ০৫:৩৯, ২০ জানুয়ারি ২০১৬

টাঙ্গাইলে স্বেচ্ছাশ্রমে সড়ক ও সেতু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৯ জানুয়ারি ॥ গোপালপুর উপজেলার হাজিপুর গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রায় দুই কিলোমিটার সড়ক ও খালের ওপর কাঠের সেতু নির্মাণ করেছে। গত এক মাস গ্রামবাসীর বিরামহীন অক্লান্ত স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে এ কাজ এখন শেষ পর্যায়ে। গোপালপুর উপজেলা সদর প্রায় চার কিলোমিটার পশ্চিমে নগদা শিমলা ইউনিয়নের সুবিধা বঞ্চিত গ্রাম হাজিপুর। এ গ্রামের পূর্বে বাইশকাইল, উত্তরে বনমালী আর দক্ষিণ-পশ্চিমে নবগ্রাম এর অবস্থান। হাজিপুর গ্রামের বাসিন্দাদের প্রতিদিন নবগ্রাম হয়ে যাতায়াত করতে। হাঁটা রাস্তা দিয়ে নবগ্রাম হয়ে এ গ্রামের মানুষ চলাচল করে। বর্ষা এলেই ঘটে বিপত্তি। হাজিপুর ও নবগ্রামের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া খালের কারণে হাজিপুরবাসীর চলাচল বর্ষা মৌসুমে সীমিত হয়ে পড়ে। হাজিপুর থেকে নবগ্রাম পর্যন্ত একটি কাঁচা সড়ক ও দু’গ্রামের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া খালের ওপর সেতু নির্মাণের দাবি নিয়ে হাজিপুর গ্রামের লোকজন রাজনৈতিক নেতা ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুফল পায়নি। প্রশাসনের কর্তারা শুধু আশার বাণীই শুনিয়েছে, বাস্তবায়ন হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা ভোটের সময় গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে, কিন্তু চলাচলের ব্যবস্থা করে দেয়নি। গ্রামের মানুষের এ দুরবস্থা নিরসনে হাজিপুর গ্রামের প্রবীণ সমাজসেবক আয়নাল হক সরকার ও নবীন সমাজসেবক সোহেল রানা উদ্যোগ নেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়ক ও সেতু নির্মাণের। প্রবীণ ও নবীনের ডাকে সাড়া দেয় গ্রামবাসী। দফায় দফায় বৈঠক করে ডিসেম্বরের শেষ দিকে সড়ক ও সেতু নির্মাণের কাজে হাত দেয় গ্রামবাসী। দিন-রাতে সুবিধাজনক সময়ে পরিশ্রম করে প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক ও খালের ওপর কাঠের সেতু নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। হাজিপুর দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল লতিফ জানান, যাতায়াতের জন্য ভাল কোন সড়ক ও খালের ওপর সেতু না থাকায় তাদের বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। চোখের সামনে মুমূর্ষু রোগী মারা যেতে দেখেও তাদের কিছু করার ছিল না। কোন ডাক্তার বাড়িতে আসতে চায়নি আবার রোগীকে হাসপাতালে নেয়াও ছিল চরম দুর্ভোগের। চিকিৎসার সামর্থ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা না থাকায় আপনজনদের চিরতরে হারাতে হয়েছে। যুগের পর যুগ অসহায় গ্রামবাসী এ সমস্যার কথা স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানদের কাছে তুলে ধরেছে। কিন্তু তারা সুযোগ সন্ধানীর মতো বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শুধু ভোট নিয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে কেটে পড়েছেন। সড়ক বা সেতু নির্মাণের কথায় কর্ণপাত করেননি।
×