ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের নতুন হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

প্রকাশিত: ০৫:৩৭, ২০ জানুয়ারি ২০১৬

ভারতের নতুন হাইকমিশনারের পরিচয়পত্র  পেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের নতুন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে এখন ভাল সময়। তিনি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবেন। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দিতে গিয়ে রাষ্ট্রদূত এ কথা বলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন। ঢাকায় পঙ্কজ শরণের উত্তরসূরি হিসেবে গত ১৪ জানুয়ারি ঢাকায় এসেছেন শ্রিংলা। তার পূর্বসূরির দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছিল। প্রেস সচিব জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রার প্রশংসা করে বলেছেন, দু’দেশের সম্পর্ক সম্প্রসারণে এখন ভাল সময়। ভারতের হাইকমিশনার বলেছেন, দু’দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে তার সরকার অগ্রাধিকার দেবে। তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে রাষ্ট্রপতিকেও জানিয়েছেন তিনি। নতুন হাইকমিশনারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে আবদুল হামিদ স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী দেশটির সর্বাত্মক সহযোগিতার জন্য ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। শ্রিংলা বাংলাদেশে তার দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতির সহযোগিতা চেয়ে বলেন, তিনি দু’দেশের সম্পর্কোন্নয়নে কাজ করে যাবেন। রাষ্ট্রপতি দু’দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের সুযোগ কাজে লাগানোর ওপর জোর দেন। দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক ক্রমবর্ধমান বলেও তিনি উল্লেখ করেন। চারদেশীয় সড়ক যোগাযোগে বিবিআইএন-এমভিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। আবদুল হামিদ একাত্তরে তার ভারতে অবস্থানকালীন বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন এবং ২০১৪ সালে তার সফরের বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করেন।
×