ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিতর্ক নারিকেল গাছ নিয়ে

প্রকাশিত: ০৫:৩৫, ২০ জানুয়ারি ২০১৬

বিতর্ক নারিকেল গাছ নিয়ে

ভারতের অন্যতম পর্যটক আকর্ষণ গোয়ার নারিকেল গাছ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন স্থানীয় রাজনীতিকরা। গত সপ্তাহে গোয়ার স্থানীয় সভা এমন সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে নারিকেল গাছ এখন থেকে পাম গাছ হিসেবে পরিচিত হবে এবং গাছ কাটার ওপর কোন বিধিনিষেধ থাকবে না। বিধানসভার এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী রাজনীতিকরা। তারা আশঙ্কা করছেন, নারিকেল গাছগুলো রক্ষা করা না হলে পর্যটক আকর্ষণের মর্যাদা হারাতে পারে গোয়া। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিই সংখ্যাগরিষ্ঠ হিসেবে গোয়ার সরকার পরিচালনা করছে। বিজয়ী সারদেশাই নামে একজন স্বতন্ত্র আইনপ্রণেতা একে সরকারের ‘পরিবেশ সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন। স্থানীয়ভাবে এই নারিকেল গাছগুলো ‘জীবনের গাছ’ হিসেবে পরিচিত ছিল। অন্যদিকে গোয়ার মুখ্যমন্ত্রী লাখমিকান্ত পারসেকার বলেছেন, “ইস্যুটি নিয়ে সরকারকে ‘ব্ল্যাকমেইল’র চেষ্টা করছে বিরোধীরা।” -এএফপি
×