ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে পাঁচ খুন আটক নাজমা ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৩৪, ২০ জানুয়ারি ২০১৬

না’গঞ্জে পাঁচ খুন আটক নাজমা ৫ দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জে মা, মেয়ে ও ছেলেসহ চাঞ্চল্যকর পাঁচ খুনের ঘটনায় এজাহারভুক্ত আসামি নাজমা বেগমকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের তাকে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার গভীর রাতে শরীয়তপুর জেলার ডামুড্যা এলাকা থেকে নাজমা বেগমকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। নাজমা বেগম ঢাকার কলাবাগান এলাকার শাহজাহানের স্ত্রী। শাহজাহানের নামও এ মামলার এজাহারে উল্লেখ রয়েছে। ডিবি পুলিশের ওসি মামুনুর রশীদ ম-ল বলেন, নাজমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাত দিনের রিমান্ডে থাকা অপর আসামি এ মামলার বাদীর ভাগ্নে মাহফুজকে জিজ্ঞাবাসাদ চলছে। মামলাটি ডিবি পুলিশের পরিদর্শক আবুল খায়ের তদন্ত করছেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, নাজমা বেগম এই মামলার এজাহারভুক্ত একজন আসামি। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকা-ের মূল তথ্য উদ্ঘাটন হবে বলে ধারণা করা হচ্ছে। মামলার বাদীপক্ষ থেকে সুনির্দিষ্ট যেসব অভিযোগ পাওয়া গেছে তা নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তিনি আরও জানান, মামলার বাদী এজাহারে যাদের সন্দেহ করেছেন তাদের কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সন্দিগ্ধদের কাছ থেকে এমন কোন তথ্য পাওয়া যায়নি, যাতে দাবি করা যায় যে, হত্যার রহস্য উন্মোচন হয়েছে। তবে শীঘ্রই এ হত্যার রহস্য উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ পাঁচ খুন মামলার এজাহারে গ্রেফতারকৃত নাজমা ও তার স্বামী শাহজাহানের নাম উল্লেখ রয়েছে। নাজমা এবং শাহজাহানের বিষয়ে উল্লেখ আছে, নিহত তাসলিমা তাদের কাছ থেকে চড়া সুদে বিভিন্ন সময় ১২ লাখ টাকা ঋণ নিয়েছিল। সেই টাকা ফেরত দিতে না পারায় তারা তাসলিমাকে হুমকি দিয়ে আসছিল। উল্লেখ্য, শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল এলাকার একটি বাড়িতে একই পরিবারের তাসলিমা বেগম, মেয়ে সুমাইয়া, ছেলে শান্ত, তাসলিমার জা লামিয়া ও তাসলিমার ভাই মোরশেদুল ওরফে মোশারবকে নৃশংসভাবে খুন করা হয়। এ ঘটনায় রবিবার (১৭ জানুয়ারি) নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
×