ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দলছুটদের দল বিএনপি এখন ভাঙ্গনের মুখে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৪, ২০ জানুয়ারি ২০১৬

দলছুটদের দল বিএনপি এখন ভাঙ্গনের মুখে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আন্দোলনের নামে মানুষ হত্যাকারীরা গণতন্ত্রের শত্রু উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যানবাহনে আগুন দিয়ে যারা মানুষ হত্যা করেছে, তাদের সঙ্গে কোন আলোচনা হতে পারে না। যারা আন্দোলনের নামে মানুষের জানমালের ক্ষতি করেছে, উন্নয়ন ব্যাহত করেছে তারা গণতন্ত্রের শত্রু। তিনি বলেন, নির্বাচন হবে ২০১৯ সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি’র দলভাঙ্গা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আওয়ামী লীগ কোন দল ভাঙ্গার রাজনীতিতে বিশ্বাস করে না। সেনা ছাউনিতে দলছুট নেতা নিয়ে গড়ে ওঠা বিএনপি তাদের রণকৌশল ভুল করে এখন ভাঙ্গনের মুখে পড়ছে। এ জন্য কাউকে দোষারোপ করা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন, অধূমপায়ী ছাড়পত্র ছাড়া কোন শিক্ষার্থী ভবিষ্যতে মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবে না। এ নিয়ম প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োগ করা হলে মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব। তিনি সিরাজগঞ্জের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকা-ের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ে জেলা কর্মকর্তাদের দিকনিদের্শনা দেন। এ সময় সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনে ৬শ ২৫ কোটি টাকার প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদিত হবার খবর প্রকাশ করা হলে উপস্থিত সকলে করতালি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, নবনির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, এ্যাডভোকেট বিমল কুমার দাস, এ্যাডভোকেট আব্দুর রহমান, জান্নাত আরা তালুকদার হেনরীসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মন্ত্রী কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের পাইকরতলী গ্রামে ২৫০ পরিবারের মধ্যে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। এ সময় পল্লীবিদ্যুত সমিতি-২ এর জিএম আজাহার আলী, ডিজিএম সুলতান নাসিমুল হক, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী এবং নব নির্বাচিত মেয়র নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
×