ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৫০ ছবির প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৩৩, ২০ জানুয়ারি ২০১৬

ঢাকা আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবে  ৫০ ছবির প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি স্লোগানে চলছে চতুর্দশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজধানীর ৫টি ভেন্যুতে চলমান এ উৎসবের আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের নজর কেড়েছে ৬০টি দেশের ১৮০টি চলচ্চিত্র নিয়ে সাজানো উৎসবটি। প্রতিদিন সকাল থেকে রাত অবধি উৎসবে প্রদর্শিত হচ্ছে দর্শকদের ভাবনার খোরাক জোগানো বিভিন্ন দেশের নির্মাতাদের রকমারি বিষয়ভিত্তিক ছবি। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিনব্যাপী এ উৎসবের ষষ্ঠ দিন ছিল মঙ্গলভার। এদিন উৎসবের পাঁচটি ভেন্যুতে দেখানো হয় ৫০টি চলচ্চিত্র। এর মধ্যে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৫টি ও সুফিয়া কামাল মিলনায়তনে ২৪টি, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ৬টি, ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ৭টি এবং ধানম-ির ইএমকে সেন্টারে প্রদর্শিত হয় ৮টি চলচ্চিত্র। ষষ্ঠ দিনে জাদুঘরের প্রধান মিলনায়তনে দেখানো হয় ৫টি চলচ্চিত্র। জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে দেখানো হয় ২৪টি চলচ্চিত্র। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে দেখানো হয় ৬টি চলচ্চিত্র। ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ৭টি চলচ্চিত্র দেখানো হয়। ধানম-ির ইএমকে সেন্টারে ছিল ৮ ছবির প্রদর্শনী। আজ বুধবার উৎসবের সপ্তম দিন। এদিন পাঁচটি ভেন্যুতে দেখানো হবে ২৫টি চলচ্চিত্র। এর মধ্যে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৫টি, সুফিয়া কামাল মিলনায়তনে ৫টি চলচ্চিত্র, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ৫টি, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ৩টি ও ইএমকে সেন্টারে ৭টি চলচ্চিত্র দেখানো হবে। মঞ্চস্থ বাঙলা থিয়েটারের নাটক অমানুষ ॥ মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো বাঙলা থিয়েটারের নাটক ‘অমানুষ’। শীতল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হয়। প্রযোজনাটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। মঙ্গলবার ছিল দুটি চরিত্রে বিন্যাসিত নাটকটির ৮ম মঞ্চায়ন। দলের ষষ্ঠ প্রযোজনাটিতে স্বামীর চরিত্রে মামুনুর রশীদ এবং স্ত্রীর চরিত্রে মিতা চৌধুরী অভিনয় করেছেন। নাটকের নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ ‘অমানুষ’ প্রসঙ্গে বলেন, নাটকটি লেখা হয় ১৯৯৫ সালে। একটা সময়ের প্রতিফলনে লেখা নয়। আমাদের ইতিহাসের এবং জনজীবনের দায়কে নিজের করে নেয়া এক অদ্ভুত মানুষের স্বীকারোক্তি। কিন্তু তা সংঘাতময়। সংঘাত নিজের সাথে, স্ত্রীর সাথে, সবার সাথে। দুটি চরিত্রে রচিত এ নাটক প্রযোজনার অভিজ্ঞতা যেমন সুকঠিন তেমনি আনন্দদায়ক। সেই সময়ের ভাবনার সাথে আজকের ভাবনা মিলে যাওয়া কাকতালীয় নয়; জনজীবনের অন্তঃপ্রবাহে কিছু বিষয় দ্রুত পাল্টায় না। জোর করে পাল্টে দেয়ার বিরুদ্ধে বিদ্রোহও থাকে। রেসই বিদ্রোহের কিছুটা বিচ্ছুরণ ঘটেছে নাটকটিতে। জাতীয় পিঠা উৎসব শুরু ২২ জানয়ারি ॥ জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ২২ জানুয়ারি শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শুরু হচ্ছে আট দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪২২। ঐদিন বিকেল পাঁচটায় উৎসব উদ্বোধন করবেন চিত্রশিল্পী রফিকুননবী। উৎসবের ৩৩ স্টলে ১৬৮ ধরনের পিঠা থাকবে। এছাড়া উৎসব প্রাঙ্গণের কফি হাউসের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নাচ, গান, আবৃত্তি ও পথনাটকসহ বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনা। ২৯ জানুয়ারি শেষ হবে এই পিঠা উৎসব। সমাপনী দিনে সেরা পিঠা শিল্পীদের পুরস্কার প্রদান করবে পরিষদ। মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম। এছাড়াও বক্তৃতা করেন পরিষদের সভাপতি ম. হামিদ, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, ও নাট্যাভিনেতা ম. আবু হারুন টিটো।
×