ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ সংসদ অধিবেশন শুরু

প্রকাশিত: ০৫:২৫, ২০ জানুয়ারি ২০১৬

আজ সংসদ অধিবেশন শুরু

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের নবম অধিবেশন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। বছরের প্রথম এই অধিবেশন শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। দশম জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় এই সংসদ ২০১৪ সালে বিএনপিকে ছাড়াই যাত্রা শুরু করে। বুধবার অধিবেশন শুরুর আগে সংসদের কার্যক্রম ঠিক করতে স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে কার্য উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ওই বৈঠকে অংশ নেবেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ অধিবেশন মুলতবি করা হবে। পরে চীফ হুইপ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। পরে সকল সংসদ সদস্য ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন। সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বুধবার সংসদের উত্তর প্লাজা দিয়ে প্রবেশ করবেন, যা ‘প্রেসিডেন্ট প্লাজা’ নামেও পরিচিত। ৬৫ হাজার বর্গফুটের ওই জায়গা মূলত রাষ্ট্রপতির প্রবেশের জন্য তৈরি করা। পুরো উত্তর প্লাজা জুড়ে সাজ সজ্জার কাজ করা হয়েছে। রাষ্ট্রপতি সংসদে প্রবেশের সময় সশস্ত্র বাহিনীর একটি বাদ্যদল বিউগলে ‘ফ্যানফেয়ার’ বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানাবেন। উত্তর প্লাজার ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে তিনতলার বিশেষ লিফট পর্যন্ত বিছানো থাকবে লাল গালিচা। বিশেষ লিফটে করেই সংসদ ভবনে সাত তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন আবদুল হামিদ। জানা গেছে, এবারে অধিবেশনে উত্থাপনের জন্য সোমবার পর্যন্ত ১১টি বিলের নোটিস পাওয়া গেছে। এর মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতা বাড়াতে কয়েকটি বিল রয়েছে। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ, নৌ বাহিনী সংক্রান্ত কয়েকটি বিল রয়েছে।
×