ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ বাংলাদেশ-জিম্বাবুইয়ে তৃতীয় টি২০

প্রকাশিত: ০৫:২৪, ২০ জানুয়ারি ২০১৬

আজ বাংলাদেশ-জিম্বাবুইয়ে  তৃতীয় টি২০

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যেই দুই ম্যাচ জেতা হয়ে গেছে। এবার পরীক্ষা-নিরীক্ষার মোক্ষম সুযোগ। সে কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তৃতীয় ও চতুর্থ টি২০ ম্যাচে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে নেয়া হয়েছে নতুনদের। আজ তাদের জন্য চ্যালেঞ্জ সফরকারী জিম্বাবুইয়ের বিরুদ্ধে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের লক্ষ্য আজও জিতে আগেভাগে সিরিজ জয়। আর ব্যাকফুটে থাকা জিম্বাবুইয়ে চায় ঘুরে দাঁড়াতে। আজ হেরে গেলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে যাবে বাংলাদেশ। সে লক্ষ্যেই নামবে টাইগাররা। বছরের শুরুটা সিরিজ জয় করতে প্রত্যয়ী বাংলাদেশ দল। দ্বিতীয় টি২০ ম্যাচে জিম্বাবুইয়ের নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা খেলেননি। তাকে বিশ্রাম দেয়া হয়েছে। সফরকারীদের লক্ষ্য আগামী টি২০ বিশ্বকাপের আগে একটি সঠিক সমন্বয় খুঁজে বের করা। তবে আজ চিগুম্বুরাকে ফিরিয়ে আনবে জিম্বাবুইয়ে। কারণ সিরিজ হার ঠেকানোর লড়াই এবার। বাংলাদেশ দলে এ ম্যাচে নেই মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও মুশফিকুর রহীম। সে কারণে অভিষেক হতে পারে তরুণ উদীয়মান ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার আবু হায়দার রনির। এটিকে সুযোগ হিসেবে দেখছে জিম্বাবুইয়ে। তাছাড়া গত বছর নবেম্বরে দুই ম্যাচের টি২০ সিরিজে প্রথমটি হারলেও দ্বিতীয়টিতে জয় নিয়ে সমতায় শেষ করেছিল সফরকারীরা। সেটাও অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। কিন্তু বাংলাদেশ দলের তরুণ মারকুটে ওপেনার সৌম্য সরকার জয়ের লক্ষ্যে স্থির। তিনি এ বিষয়ে বলেন, ‘অবশ্যই সব সময় যেমন জেতার জন্যে খেলতে নামি কালকেও (আজ) জেতার জন্য নামব। সিরিজ জেতার জন্য নামব সে রকম কিছু না। সবাই নিজের খেলাটা খেললে ও ভাল ক্রিকেট খেললে আমরা অবশ্যই জিতব।’ জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজটাকে শুরু থেকেই নিজেদের জন্য পরীক্ষাগার হিসেবে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। লক্ষ্যটা মূলত টি২০ এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের জন্য সঠিক সমন্বয় খুঁজে বের করার। সে জন্য প্রথম টি২০ ম্যাচেই বাংলাদেশ রান তাড়া করতে নেমে ব্যাটিং অর্ডারে ব্যাপক উত্থান-পতন ঘটিয়েছিল। এরপরও বাংলাদেশ দল দ্বিতীয়বারের মতো ১৬০ রানের অধিক রান তাড়া করে টি২০তে জয় তুলে নিয়েছে। জয় এসেছে ৪ উইকেটের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশী বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুইয়ের ব্যাটিং লাইনআপ। ৪২ রানে পরাজিত হয়েছে সফরকারীরা। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার কারণে এখন দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। গত বছরের শুরুতে বাংলাদেশ দলের প্রথম মিশন ছিল ওয়ানডে বিশ্বকাপ। বছরের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে বিশাল ব্যবধানের জয় দিয়ে শুরু হয়েছিল। পরবর্তীতে বছর জুড়েই সফল হয়েছে মাশরাফির দল। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে। নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্যের বছর গেছে। এবার নতুন বছরে চ্যালেঞ্জ ক্ষুদ্রতম ফরমেটের। আসন্ন দু’টি বড় টুর্নামেন্ট এশিয়া কাপ টি২০ ও টি২০ বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নিতে হবে, এ জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছে বাংলাদেশ দল। পরিসংখ্যানই বলে দিচ্ছে টি২০ ক্রিকেটে এখনও নিজেদের ধাতস্থ করে নিতে পারেনি টাইগাররা। সবমিলিয়ে ১৮টি দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলে জয় এসেছে মাত্র চারটি সিরিজে। হারতে হয়েছে ১১ সিরিজ। তবে খুলনার এই ভেন্যুতেই বাংলাদেশ দল টি২০ অভিযান শুরু করেছিল জয় দিয়ে। প্রতিপক্ষ ছিল জিম্বাবুইয়ে। ৯ বছর পর আবারও সেই জিম্বাবুইয়ে এবং ভেন্যুটাও এক। সবমিলিয়ে এ ভেন্যুতে ৩ টেস্ট খেলে ১টি করে জয়, পরাজয় ও ড্র আছে। আর ৪ ওয়ানডে খেলে সবগুলো খেলাতেই জয়, এখন পর্যন্ত ৩ টি২০ ম্যাচেই জয়। এ কারণে সবচেয়ে পয়মন্ত ভেন্যুতে পরিণত হয়েছে খুলনার এ স্টেডিয়ামটি বাংলাদেশের জন্য। এবার সেই ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ।
×