ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ পুনর্গঠিত কমিটিকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে একজন করে প্রার্থীর নাম পাঠাতে বলেছে

ইউপি নির্বাচনে তৃণমূলের বাছাই কমিটি থেকে বাদ পড়লেন এমপিরা

প্রকাশিত: ০৫:২১, ২০ জানুয়ারি ২০১৬

ইউপি নির্বাচনে তৃণমূলের বাছাই কমিটি থেকে বাদ পড়লেন এমপিরা

বিশেষ প্রতিনিধি ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় একক প্রার্থী বাছাইয়ে গঠিত তৃণমূল কমিটিতে পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য স্থানীয় বাছাই কমিটি থেকে সংসদ সদস্যদের বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। পুনর্গঠিত কমিটিকে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন প্রার্থীর নাম সুপারিশ করে কেন্দ্রীয়ভাবে গঠিত মনোনয়ন বোর্ডে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জোটগতভাবে নয়, পৌরসভার মতোই এককভাবেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোলার চরফ্যাশন ও চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার নির্বাচনে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ এবং চরফ্যাশনে বাদল কৃষ্ণ দেবনাথকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হবে কি-না, এ নিয়ে কিছুটা সংশয় থাকলেও মনোনয়ন বোর্ডের সভায় সাফ জানিয়ে দেয়া হয়েছে, পৌরসভার মতো ইউনিয়ন পরিষদের নির্বাচনও দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের জানান, পৌরসভা নির্বাচনে যেভাবে প্রার্থী বাছাই কমিটি করা হয়েছিল সেখানে কিছু পরিবর্তন আনা হয়েছে। পৌরসভার সময় স্থানীয় প্রার্থী বাছাই কমিটিতে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই কমিটিতে সংসদ সদস্য থাকবেন না জানিয়ে তিনি বলেন, জেলা, উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বাছাই কমিটি গঠিত হবে। এই বাছাই কমিটিকে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। তৃণমূল থেকে পাঠানো সুপারিশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড বৈঠকে বসে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের অনুকূলে নৌকা প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করবে। এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, যারা দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাছাই কমিটি থেকে কেন এমপিদের বাদ দেয়া হলো- এ বিষয়ে জানতে চাইলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, তৃণমূল নেতাকর্মীদের ঘিরেই সংসদ সদস্যদের রাজনীতি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন মনোনয়ন পেলে অন্য সম্ভাব্য প্রার্থীরা নাখোশ হন। এতে ক্ষোভ-বিক্ষোভ সৃষ্টির পাশাপাশি তৃণমূল নেতাদের সঙ্গে এমপিদের দূরত্ব বেড়ে যেতে পারে। এসব কারণ বিশ্লেষণ করে প্রার্থী বাছাইয়ের দায় যাতে এমপিদের ওপর না পড়ে, সে কারণেই এমপিদের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, বৈঠকে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা হয় যে, শুধু পৌরসভা বা ইউনিয়ন পরিষদ নয়, স্থানীয় সরকারের সব নির্বাচনেই এককভাবে অংশ নেবে আওয়ামী লীগ। জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেয়ার পক্ষে দলটির যুক্তি- যেহেতু স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রীয় সরকার গঠনের কোন নির্বাচন নয়, তাই সব স্থানীয় সরকার নির্বাচনে সকল রাজনৈতিক দলের এককভাবে নির্বাচন করা উচিত। এতে দলগুলো সুসংগঠিত হওয়ার সুযোগ পাবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। কারণ এটা নৌকা প্রতীকের নির্বাচন। তিনি বলেন, জেলা-উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকরা আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করবেন। এরপর তাদের নাম কেন্দ্রে পাঠানো হবে। তৃণমূল থেকে একক প্রার্থী পাঠালে সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করবে না। তবে একাধিক প্রার্থী পাঠালে সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করবে। এরপর মাঠপর্যায়ে খোঁজখবর নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেনÑ উপদেষ্টাম-লীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কাজী জাফরুল্লাহ, সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, কৃষিবিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব) ফারুক খান, দফতর সম্পাদক এ্যাডভোকেট আবদুল মান্নান খান, ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
×