ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার টেনিসে ম্যাচ গড়াপেটা!

প্রকাশিত: ০৭:০১, ১৯ জানুয়ারি ২০১৬

এবার টেনিসে ম্যাচ গড়াপেটা!

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে শুরু হয়েছে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। আর বছরের প্রথম মেজর টুর্নামেন্টের ঠিক আগেই অভিযোগ উঠল ম্যাচ ফিক্সিংয়ের। অভিজাতদের ‘রাজকীয় খেলা’ হিসেবে পরিচিত টেনিস। আর এই টেনিসেও ম্যাচ ফিক্সিং তাও খোদ গ্র্যান্ডসøাম জয়ীসহ অন্তত ১৬ জন খেলোয়াড়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠল। গত দশকের বিভিন্ন সময়ে এ গড়াপেটা করেছেন সময়ের সেরা সেরা টেনিস খেলোয়াড়রা। রবিবার বিশ্ব সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে, বিশ্ব টেনিসে ম্যাচ যে গড়াপেটা হয়েছে, সেই দুর্নীতির গোপন নথিপত্রও তাদের কাছে রয়েছে। মেলবোর্নে মৌসুমের গ্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট শুরুর মাত্র ঘণ্টা কয়েক আগে এই বিস্ফোরক খবর ছড়ায়। তবে এর চেয়েও বিস্ফোরক খবর হলো, যে ১৬ জন দুর্নীতিতে অভিযুক্ত তাদের মধ্যে আটজনই অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনে। বিবিসির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, গত দশকে টেনিসের শীর্ষ পঞ্চাশে থাকা অন্তত ১৬ জন খেলোয়াড় ম্যাচ গড়াপেটা করেছেন। এরমধ্যে কেউ পুনরাবৃত্তিও করেছেন। সন্দেহ ভাজনদের মধ্যে খোদ গ্র্যান্ডসøাম জয়ীরাও রয়েছেন যারা এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। বিবিসি ও ক্রীড়া সংবাদ মাধ্যম বাজফিডের দাবি, তাদের কাছে ২০০৭ সালে শুরু হওয়া ম্যাচ গড়াপেটা তদন্তের সব নথিপত্র রয়েছে। ওই তদন্ত শুরু করেছিল পুরুষদের খেলার পরিচালনা বোর্ড এ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনাল (এটিপি)। সংবাদ মাধ্যম দু’টি বলছে, রাশিয়া, ইতালি ও সিসিলির বাজিকররা ম্যাচ গড়াপেটায় হাজারও ডলার ঢেলেছে। যা ওই তদন্তে পরিষ্কার হয়ে পড়েছে। যে ম্যাচগুলো গড়াপেটা হয়েছে সেগুলোর মধ্যে তিনটি হয়েছে সবচেয়ে সম্মানজনক ও পুরনো টুর্নামেন্ট উইম্বলডনে। আজ শুরু বিসিএল দ্বিতীয় পর্ব স্পোর্টস রিপোর্টার ॥ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে আজ। চারদিনের ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল মুখোমুখি হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চলের। প্রথম রাউন্ডে উত্তরাঞ্চল জয় তুলে নিয়েছিল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে। তবে ড্র করে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল। ইতোমধ্যেই বিসিএল লঙ্গার ভার্সনের সময়সূচীতে পরিবর্তন এনেছে বাংলদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ জিম্বাবুইয়ের বিরুদ্ধে চলমান টি২০ সিরিজ ও আসন্ন অনুর্ধ-১৯ বিশ্বকাপের জন্য অনেক ক্রিকেটারই খেলতে পারছেন না। যুব বিশ্বকাপ ২৭ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কারণে তৃতীয় রাউন্ড ২৬ জানুয়ারির পরিবর্তে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে। বিশ্বকাপের জন্য মাঠেরও একটা সঙ্কট তৈরি হয়েছে। কারণ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের আট ভেন্যুতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সে জন্য ভেন্যুগুলো ইতোমধ্যেই আইসিসি নিয়ে নিয়েছে। এ কারণে বগুড়া ও রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে বিসিএল। কিন্তু যুব বিশ্বকাপ শেষে সবগুলো মাঠই পাওয়া যাবে আবার। আবার আগামী মাসের শেষদিকে শুরু হবে এশিয়া কাপ টি২০। মুন্সীগঞ্জে ক্ষুদে ক্রীড়া উৎসব শুরু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে চার দিনব্যাপী ক্ষুদে ক্রীড়া উৎসব শুরু হয়েছে শহরের ধলেশ্বরী তীরের পিপিআইএ (প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ) রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে। এই উৎসবে তিন শতাধিক ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নিচ্ছে। সোমবার সকালে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর গাজী মো. তাওহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জল ও একাডেমিক কো-অর্ডিনেটর ফারহানা মির্জা প্রমুখ। উৎসবটিতে যেন লোকজ নানা ক্রীড়ার মেলা বসেছে। এতে ৫৪টি ইভেন্টে অংশ নিচ্ছে ক্রীড়াবিদরা। আগামী বৃহস্পতিবার উৎসবের পর্দা নামবে।
×