ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০তে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডে যুবরাজের পাশে গেইল

প্রকাশিত: ০৭:০০, ১৯ জানুয়ারি ২০১৬

টি২০তে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডে যুবরাজের পাশে গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ আবার ক্রিস গেইল, আবার ব্যাটিং-তা-ব। এবার স্বীকৃত টি২০তে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডে যুবরাজ সিংয়ের রেকর্ডে ভাগ বসালেন ক্যারিবিয়ান ব্যাটিং-দানব। অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লীগে এ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ১২ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন গেইল। তবে ফরমেট এক হলেও যুবির রেকর্ডটা আন্তর্জাতিক অঙ্গনে। টি২০ যুগের শুরুর দিকে সেই ২০০৭ প্রথম টি২০ বিশ্বকাপে সমান বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে এতদিন রেকর্ডটির একক মালিক ছিলেন ভারতীয় অলরাউন্ডার। দীর্ঘ আট বছর পর তাতে ভাগ বসালেন গেইল। বিগ ব্যাশের ফাইনালে ওঠার জন্য মেলবোর্ন রেনেগেডসকে ১৬ ওভারে ১৭১ রান করতে হতো। কঠিন লক্ষ্য পেয়ে ঝড় তুললেন গেইল। তবে দুঃখজনক ম্যাচটা তার দল হেরেছে ২৭ রানে; ১৫.৩ ওভারে ১৪৩ রানে অলআউট রেনেগেডস। আট বছর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিং ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন। সেদিন ইংলিশদের বিপক্ষে সেই ইনিংসে স্টুয়ার্ট ব্রডের এক ওভারেই রেকর্ড ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ! গেইল ওভারে ছয় ছক্কা মারতে পারেননি, তবে যথারীতি ছিল ছক্কার-ঝড়। প্রথম ওভারের শেষ চার বলে পেসার গ্রেগ ওয়েস্টকে মেরেছেন টানা চারটি ছক্কা! বেন লফলিনের করা ইনিংসের তৃতীয় ওভারে আরও দুটি ছক্কা এবং একটি চার। গেইলের রান তখন ১০ বলে ৪৪, পরের বলে ছক্কা মারলে ভেঙে দিতে পারতেন যুবরাজের রেকর্ড। কিন্তু লফলিনের দারুণ ইয়র্কারে এক রানের বেশি নিতে পারেননি। তবে রেকর্ড স্পর্শ করেছেন পরের ওভারের প্রথম বলেই। সপ্তম ছক্কায় পঞ্চাশ ছুঁয়েছেন। শেষ পর্যন্ত অনিয়মিত বোলার ট্রাভিস হেডকে আকাশে তুলে ক্যাচ হয়ে ফিরেছেন ১৭ বলে ৫৬ রান করে! স্ট্রাইক রেট ৩২৯.৪১। গেইলের ১২ বলের ফিফটির স্কোর লাইনটা এমন ঃ ২, ৬, ৬, ৬, ৬, ২, ৬, ৬ (ফ্রি হিট), ৪, ১, ৬! যুবরাজ-গেইলের এই রেকর্ডের পর স্বীকৃত টি২০তে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির মার্কাস ট্রেসকোথিকের। ২০১০ সালে ইংল্যান্ডের ফ্রেন্ডস প্রভিডেন্ট টি২০তে সমারসেটের ওপেনার ১৩ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন হ্যাম্পশায়ারের বিপক্ষে। ক্লাব টি২০তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গেইলের। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে তিনি সেঞ্চুরি ছুঁয়েছিলেন মাত্র ৩০ বলে। রেকর্ড ১৭ ছক্কায় সেদিন ৬৬ বলে খেলেছিলেন ১৭৫ রানের অতিদানবীয় এক ইনিংস। টি২০তে সেটিই ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। টিভি উপস্থাপিকার সঙ্গে লাইভ সাক্ষাতকারে অসংলগ্ন কথা বলে এবারের বিগ ব্যাশে দারুণভাবে সমালোচিত ৩৬ বছর বয়সী গেইল।
×