ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘মাশরাফি’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ জানুয়ারি ২০১৬

‘মাশরাফি’ বইয়ের মোড়ক উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জীবনের বিভিন্ন দিক নিয়ে লেখা ‘মাশরাফি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে সোমবার। খুলনা মহানগরীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচনে মাশরাফি নিজেও উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সকল ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বইটি উৎসর্গ করা হয়েছে সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবুকে। অনুষ্ঠানে জাতীয় দলের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, খালেদ মাহমুদ সুজন ও জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরাসিংহে। মাশরাফিকে নিয়ে তৈরি একটি ডকুমেন্টরি দেখানো হয় অনুষ্ঠানে। সেখানে মাশরাফির ক্যারিয়ারের বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়। মাশরাফি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি আশাকরি এই বইতে দেবু দা অনেক সঠিক তথ্য দিয়েছে। যেখানে অনেক কিছুই থাকবে, যা তরুণ ক্রিকেটারদের উজ্জীবিত করতে ভূমিকা রাখবে।’ বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এ্যাসোসিয়েশন’ (বিসিএসএ) তাদের প্রথম প্রকাশনা হিসেবে বের করছে বইটি। প্রায় ৫০০ পৃষ্ঠার বইটি পাওয়া যাবে যে কোন বইয়ের দোকানে, অনলাইন শপিং মল আজকের ডিলে, চেইন শপিং মল স্বপ্নের আউটলেটে। এছাড়া আসন্ন বইমেলায় ঐতিহ্যের স্টলে থাকছে বইটি।
×