ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুধবার জিম্বাবুইয়ের বিরুদ্ধে তৃতীয় টি২০

সিরিজ জয়ে বছর শুরুর হাতছানি টাইগারদের

প্রকাশিত: ০৬:৫৬, ১৯ জানুয়ারি ২০১৬

সিরিজ জয়ে বছর শুরুর হাতছানি টাইগারদের

মোঃ মামুন রশীদ ॥ বছরের শুরুটা হয়েছে জয় দিয়ে। এভাবেই গত বছরটা শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর শুরুটা দারুণ হওয়ার সুফলটা পেয়েছে আত্মবিশ্বাসী টাইগাররা পুরো বছর জুড়েই। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ ছাড়া আর কোন সিরিজই হারেনি বাংলাদেশ দল। এবার জিম্বাবুইয়ের বিরুদ্ধে ৪ ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুটিতেই সহজে জয় তুলে নিয়ে বছরের প্রথম সিরিজই জেতার সুযোগ। বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় টি২০। যদিও এ ম্যাচে বাংলাদেশ দল পাচ্ছে না অপরিহার্য তিন ক্রিকেটার মুশফিকুর রহীম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন ছাড়াও শুভাগত হোম চৌধুরীকে। মুশফিক হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় ছিটকে গেছেন আর পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিতে বাংলাদেশ দল বাকি তিনজনকে বিশ্রাম দিয়েছে। দলে এসেছেন তিন নতুন মুখ মুক্তার আলী, মোহাম্মদ শহীদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে ওঠা পেসার তাসকিন আহমেদ ফিরেছেন। এদের নিয়েই যুদ্ধে নামবে বাংলাদেশ দল। জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজটাকে শুরু থেকেই নিজেদের জন্য পরীক্ষাগার হিসেবে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। লক্ষ্যটা মূলত টি২০ এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের জন্য সঠিক সমন্বয় খুঁজে বের করার। সে জন্য প্রথম টি২০ ম্যাচেই বাংলাদেশ রান তাড়া করতে নেমে ব্যাটিং অর্ডারে ব্যাপক উত্থান-পতন ঘটিয়েছিল। এরপরও বাংলাদেশ দল দ্বিতীয়বারের মতো ১৬০ রানের অধিক রান তাড়া করে টি২০-তে জয় তুলে নিয়েছে। জয় এসেছে ৪ উইকেটের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশী বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুইয়ের ব্যাটিং লাইনআপ। ৪২ রানে পরাজিত হয়েছে সফরকারীরা। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার কারণে এখন দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। গত বছরের শুরুতে বাংলাদেশ দলের প্রথম মিশন ছিল ওয়ানডে বিশ্বকাপ। সে আসরে দারুণ সাফল্য দেখিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে টাইগাররা মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে। বছরের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে বিশাল ব্যবধানের জয় দিয়ে শুরু হয়েছিল। পরবর্তীতে বছর জুড়েই সফল হয়েছে মাশরাফির দল। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে। নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্যের বছর গেছে। এবার নতুন বছরে চ্যালেঞ্জ ক্ষুদ্রতম ফরমেটের। যে ফরমেটে বাংলাদেশ দল এখন পর্যন্ত নিজেদের সেভাবে শক্ত দলে পরিণত করতে পারেনি। আসন্ন দু’টি বড় টুর্নামেন্ট এশিয়া কাপ টি২০ ও টি২০ বিশ্বকাপের জন্য নিজেদের গুছিয়ে নিতে হবে, এ জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছে বাংলাদেশ দল। গত নবেম্বর-ডিসেম্বরে টি২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) খেলেছেন ক্রিকেটাররা। সেখান থেকে বেরিয়ে এসেছেন নবীন পেসার আবু হায়দার রনি এবং সে কারণেই বর্তমানে স্কোয়াডে আছেন তিনি। বুধবার তৃতীয় টি২০ ম্যাচে বাংলাদেশ দলটাকে চেনা কিছুটা সমস্যা হতে পারে সবার জন্য। কারণ দলে নেই নিয়মিত চার ক্রিকেটার মুশফিক, মুস্তাফিজ, আল-আমিন ও শুভাগত। এদের নিয়েই প্রথম দুই টি২০ ম্যাচে জিম্বাবুইয়েকে ধরাশায়ী করেছে বাংলাদেশ। এবার তাদের ছাড়াই লড়তে হবে। গত বছর সাফল্যময় হলেও টি২০ ম্যাচে তেমন সফল হতে পারেনি মাশরাফির দল। বছরের প্রথম টি২০ ম্যাচেই অবশ্য পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল। সেটিই ছিল বড় কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ দলের প্রথম টি২০ জয়। কিন্তু পরে প্রোটিয়াদের কাছে ২-০ ব্যবধানে টি২০ সিরিজ হারতে হয়েছে। আর বছরের শেষে এই জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজ জিততে ব্যর্থ হয় টাইগাররা। ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা দলের সঙ্গে টি২০ সিরিজ ১-১ সমতায় শেষ হওয়াতে স্পষ্ট হয়ে যায় এ ফরমেটে বাংলাদেশের দুর্বলতা। তবে ইতোমধ্যেই প্রতিশোধটা নিয়ে ফেলেছে দল। এবার সিরিজ জয়ের হাতছানি। এই খুলনাতেই নিজেদের টি২০ ইতিহাসে প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল জিম্বাবুইয়ে। জয় দিয়ে শুরু করেছিল টাইগাররা। এবার সেখানেই দীর্ঘ ৯ বছর পর চির প্রতিদ্বন্দ্বী জিম্বাবুইয়েকে সিরিজ হারানোর সুযোগ। বুধবার জিতলেই সেটা নিশ্চিত হয়ে যাবে। দ্বিতীয় টি২০ ম্যাচে অবশ্য জিম্বাবুইয়ের নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা খেলেননি। তিনি তৃতীয় ম্যাচেই ফিরবেন। তাদের শেষ সুযোগ সিরিজে টিকে থাকার। সে জন্য বুধবারের ম্যাচ জিততেই হবে জিম্বাবুইয়েকে। সে জন্য অবশ্য কিছুটা ভিন্ন একটা দলকেই পাবে তারা প্রতিপক্ষ হিসেবে। ব্যাটিং লাইনআপে শুধু মুশফিক থাকছেন না, অভিষেক হতে পারে মোসাদ্দেকের। কিন্তু বোলিং লাইনআপে মাশরাফির সঙ্গে নতুন দুই সঙ্গী যোগ হবেন। মুস্তাফিজ-আল-আমিনের পরিবর্তে খেলতে পারেন শহীদ, আবু হায়দার রনি ও তাসকিনের মধ্যে যে কোন দু’জন। নতুন চেহারার দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় কতটা সফল হয় বাংলাদেশ বুধবারই জানা যাবে।
×