ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হলি ফ্যামিলি হাসপাতালে ১০ সেমি কেবিন সংযোজন

প্রকাশিত: ০৬:৫৫, ১৯ জানুয়ারি ২০১৬

হলি ফ্যামিলি হাসপাতালে ১০ সেমি কেবিন সংযোজন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অঙ্গ প্রতিষ্ঠান হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও রোগীদের আবাসন সুবিধার্থে চালু করা হয়েছে আন্তর্জাতিকমান সম্পন্ন ১০ সেমি কেবিন। এতে ৩২ রোগীর থাকার সুবিধা রয়েছে। সোমবার সকালে কেবিনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন শারমিন গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এ্যাডভোকেট তৌহিদুর রহমান, মহাসচিব বিএমএম মোজহারুল হক, এনডিসি এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি গ্রেঃ জেনারেল (অব) ডাঃ মোঃ শওকত আলীসহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হলি ফ্যামিলি হাসপাতাল এক সময় ঢাকা শহরের মধ্যে সেরা হাসপাতাল ছিল। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। শুধু হাসপাতালের অবকাঠামো পরিবর্তন করলে চলবে না, মান বাড়াতে হবে চিকিৎসা সেবার। -বিজ্ঞপ্তি শান্তি ঐতিহ্য রক্ষা ও উন্নয়ন সমিতির আত্মপ্রকাশ শনিবার সন্ধ্যায় গাজী ভবন মিলনায়তনে শান্তিনগর ঐতিহ্য রক্ষা ও উন্নয়ন সমিতি নামে এলাকাভিত্তিক একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শান্তিনগরের পুরনো ইতিহাস, মর্যাদাপূর্ণ অবদান নতন সময়ের প্রেক্ষপটে ধরে রাখা ও চর্চার প্রয়োজনে স্থানীয়দের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধুলা, শিল্প-সাহিত্যচর্চা, শান্তিনগর এলাকার উন্নয়ন, নাগরিক জীবনের সমস্যা সমাধানের প্রয়াস হিসেবে অনুষ্ঠানে একটি সাংগঠনিক কাঠামো ঘোষণা করা হয়। স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান পপিকে পদাধিকারবলে প্রধান উপদেষ্টা করা হয়। -বিজ্ঞপ্তি এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংসদ রিপোর্টার ॥ জনমত গঠন এবং গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। এশিয়ান টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান উদ্বোধনকালে এ কথা বলেন স্পীকার। সে সময় তিনি গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন চীফ হুইপ আ স ম ফিরোজ ও এশিয়ান টিভির চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ। সে সময় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী ও সাবিনা আক্তার তুহিনসহ এশিয়ান টিভির উচ্চপদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় স্পীকার বলেন, গণমাধ্যম একটি বিকাশমান খাত। জনমত গঠনে এ খাতের ভূমিকা অপরিসীম।
×