ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেসিক ব্যাংকের তিনজনকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৬:৫৪, ১৯ জানুয়ারি ২০১৬

বেসিক ব্যাংকের তিনজনকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ ঋণ জালিয়াতির মামলায় বেসিক ব্যাংকের অপসারিত দুই ডিএমডিসহ তিনজনকে দ্বিতীয় দিনের মতো রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে ১১টা থেকে পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে বিকেল পর্যন্ত চলে। দুদক উপপরিচালক মোঃ ইব্রাহীম ও ঋত্বিক সাহাসহ পাঁচ তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদ করেন। এর আগে বেলা সোয়া ১১টার দিকে রমনা থানা থেকে বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান ও মোঃ সেলিম এবং ডিজিএম শিপার আহমেদকে দুদক কার্যালয়ে আনা হয়। রবিবারও তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। ১১ জানুয়ারি দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আদালত দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে। ২০১৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের দুই হাজার ৯ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে মোট ৫৬টি মামলা করে দুদক। আন্তর্জাতিক বাংলা সাহিত্য কেন্দ্র গঠন বাংলাভাষা ও সাহিত্য-সংস্কৃতিকে মুক্তিযুদ্ধ ও একুশের চেতনায় ব্রতী হয়ে বিশ্বের দরবারে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে দেশের কবি-সাহিত্যিকদের সঙ্গে বহির্বিশ্বের কবি-সাহিত্যিকদের ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টির লক্ষ্যে দেশের নবীন-প্রবীণ লেখকসহ ভারতের কয়েকজন লেখক নিয়ে গঠিত হয়েছে আন্তর্জাতিক বাংলা সাহিত্য কেন্দ্র, বাংলাদেশ। ৬ জানুয়ারি ঢাকায় ১০, কবি জসীমউদদীন রোডে কবি জসীমউদদীনের বাড়িতে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। জননন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী আহ্বায়ক এবং শিশু সাহিত্যিক শাহজাহান আবদালীকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে পরামর্শক হিসেবে আছেন ভাষা বিজ্ঞানী প্রফেসর ড. হায়াৎ মামুদ, কথাসাহিত্যিক প্রফেসর ড. সফিউদ্দিন ও কবি আসাদ চৌধুরী। -বিজ্ঞপ্তি
×