ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এত সব বাঘামন্ত্রী থাকতে সব কিছু কেন প্রধানমন্ত্রীকে সমাধান করতে হবে ॥ সুরঞ্জিত

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ জানুয়ারি ২০১৬

এত সব বাঘামন্ত্রী  থাকতে সব কিছু কেন প্রধানমন্ত্রীকে সমাধান করতে হবে ॥ সুরঞ্জিত

স্টাফ রিপোর্টার ॥ সরকারের মন্ত্রীদের একহাত নিলেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের আন্দোলন ইস্যুতে শেষপর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি এখন একটি সমাধানে পৌঁছবে এবং সবার জন্য একটি সমাধান আসবে বলে আমরা আশা করছি। এতে জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তবে সবকিছু প্রধানমন্ত্রীকে সমাধান করতে হবে কেন? ‘সরকারের বাঘামন্ত্রী, আমলামন্ত্রী, সিংহমন্ত্রী ছাড়াও রাবিশ-খবিশ তো আছেনই। আপনারা এতদিন কোথায় ছিলেন?’ সোমবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় চার নেতার মধ্যে অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ৯৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক এই মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে শিক্ষা ও শিক্ষকদের মধ্যে যে অসামঞ্জস্য অবস্থা সৃষ্টি হয়েছে সে ব্যাপারে আওয়ামী লীগ সব সময়ই সংবেদনশীল। কিছু পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশবাহিনীর কিছু সদস্যের কর্মকা- সরকারকে বিব্রত করছে। এ বিষয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের আরও মনোযোগী হতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে পুলিশের জন্ম। এর জন্য আমরা গর্ববোধ করি। কিন্তু সম্প্রতি পুলিশের কিছু কিছু ঘটনা আমাদের অনেক পীড়া দেয়। সেবামূলক অবস্থান থেকে পুলিশের বিচ্যুতি হয়েছে- এটা আমাদের বিব্রত করে। তিনি বলেন, পুলিশের ওপর বিশ্বাস রেখেই আমরা রাতে ঘুমাই। সেই রক্ষকই যদি ভক্ষক হয়ে যায় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিএনপির সমালোচনা করে প্রবীণ এই পার্লামেন্টারিয়ান আরও বলেন, বিএনপি একটি ক্ষমতালোভী ও ষড়যন্ত্রধর্মী রাজনৈতিক দল। এর জন্যই তারা কখনও পথ হারাচ্ছে, কখনও পথে আসছে। তিনি বলেন, বিএনপি এখন নানা সঙ্কটে আছে। কোনটি আসল বিএনপি আর কোনটি নকল- সেটি এক্স-রে করে বের করা সম্ভব নয়। এমআরআই করতে হবে। ক্ষমতা ছাড়া তাদের কোন রাজনৈতিক দর্শন নেই। শহীদ মনসুর আলীর স্মৃতিচারণ করে তিনি বলেন, ক্যাপ্টেন মনসুর আলী অত্যন্ত মেধাবী রাজনৈতিক নেতা ছিলেন। তার জীবনে কোন সেকেন্ড ক্লাস নেই, সব ফার্স্ট ক্লাস। বাঙালী জাতি তাকে চিরদিন স্মরণে রাখবে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যারা বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে যোগসাজশে টিআইবি পোশাক খাত নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। টিআইবিকে ‘পোশাক শিল্পের শত্রু’ আখ্যায়িত করে তিনি বলেন, টিআইবিতে কাজ করা মুখোশধারী সুশীলরা দেশের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে পোশাক শিল্পকে ধ্বংস করতে চাচ্ছেন।
×