ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বোম্বে রয়েল সুইটসকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে বোম্বে রয়েল সুইটসকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বোম্বে রয়েল সুইটস কারখানায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধযুক্ত দুই মণ কিশমিশ ও ১৫ কেজি খেজুর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এ সময় খাদ্যপণ্যের মান বজায় না রাখার দায়ে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত খেজুর, কিশমিশ ও পোড়া পামঅয়েল পার্শ্ববর্তী নালায় ফেলে ধ্বংস করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর জামালখান মোড়ে অবস্থিত বোম্বে রয়েল সুইটস কারখানায় বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় দীর্ঘদিনের পোড়া পামঅয়েল দিয়ে চানাচুর ভাজা হচ্ছে। এ সময় কারাখানা থেকে অনেকদিনের পুরনো মিষ্টির রস জব্দ করা হয়, যেটা থেকে গন্ধ বের হচ্ছিল। পরে স্টোররুমে অভিযান চালানো হয়। এ সময় দীর্ঘদিনের পুরনো, মেয়াদোত্তীর্ণ এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত দুই মণ কিশমিশ ও ১৫ কেজি খেজুর উদ্ধার করা হয়। পরে এসব অনিয়মের জন্য বোম্বে রয়েল সুইটসকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং একই সঙ্গে সতর্ক করে দেয়া হয়। নিবার্হী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, বিকেলে বোম্বে রয়েল সুইটসে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলো নালায় ফেলে ধ্বংস করা হয়েছে।
×