ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

নোয়াখালীর মনসুরকে গ্রেফতারের নির্দেশ

প্রকাশিত: ০৬:০২, ১৯ জানুয়ারি ২০১৬

নোয়াখালীর মনসুরকে গ্রেফতারের নির্দেশ

স্টাফ রিপোর্টার॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নোয়াখালী জেলার সুধারাম থানার পলাতক আসামি আবুল কালাম মনসুর ওরফে একেএম মনসুরকে গ্রেফতারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছে। নির্দেশে আসামিকে গ্রেফতারের জন্য ইংরেজী এবং বাংলা জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য বলা হয়। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ মার্চ নির্ধারণ করে আদালত। পাঁচ আসামির মধ্যে এই মামলায় আটক আছেন, আমীর আহম্মেদ ওরফে আমীর আলী, মোঃ ইউসুফ, মোঃ জয়নাল আবেদীন ও মোঃ আব্দুল কুদ্দুস। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী গ্রেফতার হওয়া তিনজনের জামিনের আবেদন করেছেন। ২৭ জানুয়ারি এ বিষয়ে আদেশ প্রদান করা হবে। আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটির জাহিদ ইমাম। আসামিদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী তারিকুল ইসলাম, আইনজীবী গাজী এমএইচ তামিম ও আইনজীবী মাসুদ রানা। সোমবার আদালতে পুলিশের প্রতিবেদন জমা দেয়ার পর এর আগে আসামিকে গ্রেফতারে অপারগতা দেখিয়ে ট্রাইব্যুনালের প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর জাহিদ ইমাম।
×