ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে গেছে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ জানুয়ারি ২০১৬

বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে গেছে ॥ ও. কাদের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি যখন থেকে জনগণের আন্দোলন বাদ দিয়ে পেট্রোলবোমার আন্দোলনে জড়িয়ে গেছে তখন থেকেই বিএনপির মধ্যে সঙ্কট সৃষ্টি হয়েছে। জনগণ এখন তাদের সঙ্গে নেই। তাদের দুর্বলতার ক্ষেত্রটা এখন অনেক বড়। তাই বিএনপি এখন রাজনীতির চোরাবালিতে আটকে গেছে। সোমবার সকালে কক্সবাজারে হোটেল সাইমন বীচ রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই মুহূর্তে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না। কারণ সেই দিনই সংলাপের ক্ষেত্রটা নষ্ট হয়ে গেছে, যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বিএনপি নেত্রী সংলাপে সাড়া দেননি। যার কারণে বিএনপি প্রতিটি আন্দোলনে ব্যর্থ হচ্ছে। একের পর ভূলের কারণে বিএনপির মতো এতবড় একটি রাজনৈতিক দল এখন হাস্যকর দলে পরিণত হয়েছে। এছাড়া সংলাপ করতে হলে সমানে সমান হতে হয়। বিএনপির এখন যে অবস্থা তাতে সংলাপের যোগ্য নয় তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিদেশী শক্তির কাছে মাথানত করে না দাবি করে মন্ত্রী বলেন, আমি যতটুকু জানি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশীর চাপে ভেঙ্গে পড়ার মতো নয়। অতীতেও এমন কোন ঘটনার নজির নেই। আর বিএনপি বেহায়ার মতো বিদেশীদের কাছে দেশের বিষয়ে নালিশ করে। এটি খুবই নোংরা এবং লজ্জাজনক। যোগাযোগমন্ত্রী আরও বলেন, তারা জাতীয় নির্বাচনে না এসে চরম ভুল করেছে। যার মাসুল তাদের অনেকদিন দিতে হবে। হয়ত তারা ভুল বুঝতে পেরেছে তাই পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছে। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তারা অংশগ্রহণ করতে পারে। সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে তেমন কোন আপত্তি আসেনি। যেটি প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নিরপেক্ষ নির্বাচনই হয়। মন্ত্রী বলেন, জাতীয় বাজেটের অর্ধেক চাহিদা পূরণ করবে কক্সবাজারের অপার সম্ভাবনাময়ী পর্যটন সম্পদ। এখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি চার লেনে উন্নীত করণের কাজ দ্রুত শুরু করা হবে। প্রাথমিকভাবে জাইকা এই মহাসড়কে চারটি বড় বড় সেতু নির্মাণ করবে। এছাড়া আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে ঘুমধুম-বালুখালী এশিয়ান হাইওয়ে সড়কের কাজ। মাতারবাড়ি কয়লা বিদ্যুত কেন্দ্রে ৪৪ কিলোমিটারের একটি সংযোগ সড়কের কাজ সেপ্টেম্বরে শুরু হবে। এছাড়া তৃতীয় পর্যায়ে মেরিন সড়কের ৪৪ শতাংশ কাজও শেষ হয়েছে। ২০১৭ সালের মধ্যেই মেরিন ড্রাইভ সড়কের কাজ সম্পন্ন হবে। একইভাবে আগামী ডিসেম্বরে শুরু হবে ৭০৩ কিলোমিটারের একটি সীমান্ত সড়ক। এছাড়াও আরও একাধিক প্রকল্প একনেক ও ডিপিপিতে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মন্ত্রী। মতবিনিময় সভায় সেনাবাহিনী, সড়ক ও জনপদসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×