ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মামলা জট ও বিচারক সঙ্কট দূর করাই লক্ষ্য

শীঘ্র সুপ্রীমকোর্টের উভয় বিভাগে বিচারপতি নিয়োগ

প্রকাশিত: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০১৬

শীঘ্র সুপ্রীমকোর্টের উভয় বিভাগে বিচারপতি নিয়োগ

বিকাশ দত্ত ॥ উচ্চ আদালতে দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলা জট নিরসন ও বিচারপতি সঙ্কট দূর করতে শীঘ্রই সুপ্রীমকোর্টের উভয় বিভাগে বিচারপতি নিয়োগ করা হচ্ছে। বর্তমান আপীল বিভাগ ও হাইকোর্টে প্রধান বিচারপতিসহ মোট ১০২ বিচারপতি রয়েছেন। এর মধ্যে হাইকোর্টে ৯৬ জন এবং আপীল বিভাগে ৬ জন। বর্তমানে আপীল বিভাগে আরও ৫ জন বিচারপতির পদ শূন্য রয়েছে। এরই মধ্যে ২০১৬ ও ২০১৭ সালে আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ থেকে ৯ জন বিচারপতি অবসরে যাবেন। পাশাপাশি ২০১৪ ও ২০১৫ সালে আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ থেকে ৮ জন বিচারপতি অবসরে গেছেন। একটি সূত্র জানিয়েছেন, যাচাই বাছাই শেষে শীঘ্রই উচ্চ আদালতের উভয় বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে। এদিকে আইন কমিশন সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগে ৬টি বিষয়ে সুপারিশে বলেছে, সংবিধানের ৯৫(২) (খ)-এর অধীনে সুপ্রীমকোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভের জন্য অধস্তন আদালতে চাকরির অভিজ্ঞতা দশ বছর বিশেষভাবে বুঝতে ও গণনা করতে হবে। এই দশ বছর পুরোটাই বিচার কাজে নিয়োজিত অবস্থায় থাকতে হবে। কোন বিচার বিভাগীয় প্রশাসন যেমন আইন মন্ত্রণালয় বা অন্য কোন সরকারী সংস্থায় কর্মের সময় গণনায় আনা যাবে না। এরই মধ্যে গত বছরের ২ অক্টোবর আপীল বিভাগ থেকে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক অবসের গেছেন। তিন মাস অতিবাহিত হবার পরও এখন পর্যন্ত আপীল বিভাগে নতুন বিচারপতি নিয়োগ দেয়া হয়নি। এ ছাড়া সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি ছাড়া আরও ৫ জন বিচারপতি রয়েছেন। এর মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অবসরে যাবেন ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি, বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিয়া ২০১৮ সালের ১১ নবেম্বর, বিচারপতি নাজমুন আরা সুলতানা অবসরে যাবেন ২০১৭ সালের ৮ জুলাই, বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন অবসরে যাবেন ২০২১ সালের ৩১ ডিসেম্বর, বিচারপতি মোহাম্মদ ইমান আলী অবসরে যাবেন ২০২৩ সালের ১ জানুয়ারি, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসের যাবেন ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বরে। ২০১৪ তিন জন বিচারপতি অবসরে গেছেন। তারা হলেন বিচারপতি মোঃ আনোয়ারুল হক, বিচারপতি এটিএম ফজলে কবীর, বিচারপতি মোঃ আব্দুর রাজ্জাক। অন্যদিকে ২০১৫ সালে আপীল বিভাগ ও হাইকোর্ট থেকে ৫ জন বিচারপতি অবসরে যান। যারা অবসরে গেছেন তাদের মধ্যে রয়েছেন, সাবেক প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন, আপীল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি এএফএম আলী আজগর, বিচারপতি শহীদুল ইসলাম। ২০১৬ সালে অবসরে যাবেন দুই জন বিচারপতি। তারা হলেন, বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার, বিচারপতি মোঃ আব্দুল হাই। ২০১৭ সালে আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ থেকে ৭ জন বিচারপতি অবসরে যাবেন। যারা অবসরে যাবেন তারা হলেন, আপীল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মিজানুর রহমান ভুইয়া, বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক, বিচারপতি ফরিদ আহম্মেদ, বিচারপতি শামিম হাসনাইন, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। এর আগে আপীল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি না থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচার কাজ ঝুলে ছিল বছরের পর বছর। এ অবস্থায় মামলাটির বিচার নিষ্পত্তি করাকে সামনে রেখে আপীল বিভাগে বিচারপতির সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১১ করা হয়। সংবিধানের ৯৪ (২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নতুন বিচারপতি নিয়োগ অনুমোদনের পর আপীল বিভাগে পৃথক দুটি বেঞ্চ গঠন করা হয়। এতে মামলার নিষ্পত্তি দ্রুততর হওয়ার পাশাপাশি বিচারাধীন মামলার সংখ্যাও কমে আসে। কিন্তু বিচারক সঙ্কটে আপীল বিভাগে মামলার জট ফের বাড়ছে।
×