ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তৈরি হচ্ছে নানা রকমের পাঁচ শ’ এ্যাপস;###;বাড়ছে এ প্রযুুক্তিতে বাংলা ভাষার ব্যবহার

উন্নত যোগাযোগে মোবাইল এ্যাপস উন্নয়ন কর্মসূচী

প্রকাশিত: ০৫:৪৩, ১৯ জানুয়ারি ২০১৬

উন্নত যোগাযোগে মোবাইল এ্যাপস উন্নয়ন কর্মসূচী

ফিরোজ মান্না ॥ সরকারী-বেসরকারী উদ্যোগে এ বছর মোবাইল ও ট্যাবলেটে ব্যবহারের জন্য ৫শ’টি এ্যাপসের (এ্যাপ্লিকেশন) উন্নয়ন করার কর্মসূচী হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপস প্রশিক্ষণ ও সৃজনশীল এ্যাপস উন্নয়ন’ নামে কর্মসূচী বাস্তবায়নের কাজ শুরু করছে। আর এ প্রকল্পে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। আধুনিক বিশ্বের কাছে তথ্যপ্রযুক্তি বিকাশের এটি একটি বড় অর্জন হিসেবে দেখা দেবে। দেশবাসীও পাবেন মোবাইল ও ট্যাবলেটে আধুনিক সেবা। এ সেবা ঘরে বসেই তারা পাবেন। এ জন্য কোন সফটওয়্যারের প্রয়োজন হবে না। সরকার তথ্যপ্রযুক্তির উন্নত সেবা দিতেই এ উদ্যোগ হাতে নিয়েছে। সূত্র জানিয়েছে, দেশে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সঙ্গে সঙ্গে বাড়ছে বিভিন্ন এ্যাপসের ব্যবহারও। এখন বাংলায় তৈরি হচ্ছে নানা রকম এ্যাপ্লিকেশন বা এ্যাপস। এসব এ্যাপস স্মার্টফোন কিংবা ট্যাবলেট কম্পিউটারে সহজেই ব্যবহার করা যাবে। প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে বিভিন্ন ধরনের কাজের জন্য প্রতিনিয়ত বাংলা ভাষায় এ্যাপস তৈরি করছেন দেশীয় ডেভেলপাররা। এ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে বাংলা লেখায় অন্যতম জনপ্রিয় হচ্ছে ‘মায়াবি কিবোর্ডের’ মাধ্যমে। এতে ফিক্সড ও ফোনেটিক দুই ধরনের কিবোর্র্ডই আছে। এই এ্যাপসটি দিয়ে মোবাইল, ট্যাবলেটে বাংলা লেখা যাবে। সফটওয়্যার ছাড়াই বাংলা লেখার একটি এ্যাপস ‘বাংলা ভাই’। এই এ্যাপসটি ব্যবহার করে মোবাইল ফোনকে কিবোর্ডের মাধ্যমে ফেসবুক ও লিংকডিনে বাংলা লেখা যাবে। খুব বেশি প্রয়োজনীয় একটি বাংলা ভাষায় তৈরি ‘ল এ্যাপস’। কোন বিপদে পড়লে কী ধরনের আইনী সহায়তা পাবেন, কার কাছে যাবেন, আইনী প্রক্রিয়া ও নিয়মকানুনগুলো কী। আর এজন্য কী কী কাগজপত্র ও ডকুমেন্ট করা দরকার তার সবকিছু জানা যাবে। দেশের সরকারী ছুটির তালিকা নিয়ে প্রস্তত করা হয়েছে ‘বাংলাদেশের ছুটি’ নামক এ্যাপস। ২০১৪ সালের সকল আবশ্যিক ও ঐচ্ছিক ছুটিকে আলাদা আলাদা করে দেখানো হয়েছিল। এবার এই এ্যাপসটিকে আরও উন্নত করা হয়েছে। এছাড়া এই ছুটির তালিকার সঙ্গেই আছে ইভেন্ট ক্যালেন্ডার। ফলে ব্যবহারকারী নির্দিষ্ট ছুটির দিনের যে কোন পরিকল্পনা ওই ক্যালেন্ডারেই যোগ করতে পারবেন। নির্দিষ্ট সময়ে ওই পরিকল্পনাটি মনে করিয়ে দেয়ার সুবিধাও রাখা হয়েছে ওই এ্যাপসটিতে। রাশিফল জানতেও তৈরি করা হয়েছে এ্যাপস। বাংলায় রাশিফল জানা যাবে স্মার্টফোনের মাধ্যমেই। আর এটি সম্ভব ‘বাংলা রাশিফল’ নামের এ্যাপসের মাধ্যমে। মোবাইল ফোনে বাংলা লেখার জন্য অনেক এ্যাপস তৈরি হয়েছে। সহজ ও সুন্দর ইউজার ইন্টারফেসের এই এ্যাপসের সাহায্যে ফনেটিকসের মাধ্যমে বাংলা লেখা সম্ভব। অফলাইনে ব্যবহারের সুবিধাসংবলিত এই এ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগের সাইটেও বাংলা লেখা শেয়ার করা যাবে। এছাড়া কিবোর্ড ব্যবহার করেও লেখা কপি করে অন্য যে কোন এ্যাপ্লিকেশনে বাংলা লেখা যাবে। এতে বাংলা অভিধানও রয়েছে।
×