ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সালমান খান ই-কমার্স পোর্টালের নাম পরিবর্তনে নোটিস

প্রকাশিত: ০৪:৩৫, ১৯ জানুয়ারি ২০১৬

সালমান খান ই-কমার্স পোর্টালের নাম পরিবর্তনে নোটিস

সংস্কৃতি ডেস্ক ॥ সালমান খানের জীবনে ঝামেলা যেন পিছু ছাড়ছেই না। সম্প্রতি সালমান খানের ই-কমার্স পোর্টালের নাম (খান মার্কেট অনলাইন ডটকম) পরিবর্তনের জন্য আইনী নোটিস পাঠিয়েছে দিল্লীর খান মার্কেট ট্রেডার্স এ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেয়ার জন্য তাকে সময় দেয়া হয়েছে সাত দিন। সমিতির সভাপতি সঞ্জীব মেহরার মন্তব্য- অনলাইন খুচরা বিক্রেতারা আমাদের মতো ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো গিলে খাচ্ছে! সুতরাং এই ওয়েবসাইট খান মার্কেটের ব্যবসায়ীদের জন্য লোকসান হয়ে দাঁড়াবে। মানুষ ভাববে খান মার্কেটের ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র অনলাইনে বিক্রি করছে। এর নেতিবাচক প্রভাব ফেলবে আমাদের ব্যবসায়। ভারতে আর কোথাও খান মার্কেট নেই। এই মার্কেট গোটা এশিয়ায় একটি ব্র্যান্ড। সালমান খান এটাকেই পুঁজি করতে চাচ্ছেন। অনেক তারকা আমাদের মার্কেটে এসেছেন, কেনাকাটা করেছেন, কিন্তু আমরা কখনও তাদের নাম বেচে ব্যবসা করিনি। এদিকে সমিতির পক্ষ থেকে অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন সালমানের প্রতিনিধিদের কাছে চিঠি পাঠিয়ে ওয়েব পোর্টালের নাম পাল্টানোর আহ্বান জানিয়েছে। কিন্তু এর কোন উত্তর মেলেনি। এরপরই বলিউডের এই সুপারস্টারকে আইনী নোটিস পাঠিয়ে ‘খান মার্কেট’ নামটি প্রত্যাহার ও একই নামে অনুমতিবিহীন ব্যবসা বন্ধের জন্য বলা হয়েছে।
×