ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় সুচিত্রা সেন স্মরণ অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:৩৪, ১৯ জানুয়ারি ২০১৬

পাবনায় সুচিত্রা সেন স্মরণ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ উপমহাদেশের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল রবিবার। মহানায়িকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হকের সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন- পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ রামদুলাল ভৌমিক, প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আবদুল আলীম, ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহ, পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সম্পাদক আব্দুল মতীন খান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহরে সুলতানা, কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, রবীন্দ্রসঙ্গীতশিল্পী আবুল হোসেন, পাবনা ড্রামা সার্কেলের সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িতে আর্কাইভ প্রতিষ্ঠার জন্য জোরালো দাবি জানান। বক্তারা জানান, দীর্ঘকাল লড়াই-সংগ্রাম করে জামায়াতের কবল থেকে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি উদ্ধার করলেও দুই বছর ধরে তা তালাবদ্ধ রয়েছে। ঐতিহাসিক এ বাড়িটিতে সুচিত্রা সেনের স্মৃতি রক্ষার্থে আর্কাইভ প্রতিষ্ঠায় সংস্কৃতি মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করা হয়। স্মরণ সভায় পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ রামদুলাল ভৌমিক বলেন, দেড় বছর হলো সুচিত্রা সেনের পৈত্রিক নিবাসটি জেলা প্রশাসন উদ্ধার করার পর আজও সেখানে কিছু করা হয়নি। এতে আহতবোধ করছেন পাবনার সর্বস্তরের মানুষ। সাড়ে তিন কোটি টাকার প্রকল্প সংস্কৃতি মন্ত্রণালয়ে জমা দেয়া হলেও কোন নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার। বাড়িটি ঐতিহ্যের অংশ হিসেবে দ্রুত সংস্কার করে স্মৃতি আর্কাইভ করার দাবি জানাচ্ছি।
×