ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাঁচ চলচ্চিত্রে প্রকৃতি

প্রকাশিত: ০৪:৩৪, ১৯ জানুয়ারি ২০১৬

পাঁচ চলচ্চিত্রে প্রকৃতি

স্টাফ রিপোর্টার ॥ তরুণদের হাত ধরে সমৃদ্ধ হচ্ছে আমাদের চলচ্চিত্র। ডিজিটাল সুবিধায় অনেক তরুণ তুর্কি চলচ্চিত্রে আসছে নির্মাতা হিসেবে যেমন তেমনি অনেকেই আসছে শিল্পী হিসেবে। তবে বরাবরের মতো দক্ষতা বা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার ঘাটতির অভিযোগ থেকেই যাচ্ছে। ফলে ভাল মানের আশা জাগানিয়া চলচ্চিত্র পাচ্ছে না দর্শকরা। তবে নতুনদের প্রচেষ্টা কিন্তু থেমে নেই। আশার কথা নতুনদের মধ্যে কেউ কেউ সম্ভাবনা জাগিয়ে একাধারে কাজ করে যাচ্ছেন। চলচ্চিত্র অঙ্গণে সম্প্রতি নতুনদের কাতারে যুক্ত হয়েছেন অনিন্দ্য সুন্দরী সম্ভাবনাময় অভিনেত্রী প্রকৃতি। এম কে জামান পরিচালিত ‘তুমি তুমি সারাক্ষণ’ নামের একটি চলচ্চিত্রের মাধ্যমে এ জগতে কাজ শুরু করেছেন প্রকৃতি। নিয়মিত কাজের ধারাবাহিকতায় ইতোমধ্যে আরো চার চলচ্চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন প্রকৃতি। চলচ্চিত্রগুলো হলো দেওয়ান নাজমুল পরিচালিত ‘রাত ১২টার পর’, শাহনূর খান রিপন পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘প্রাচীর পেরিয়ে’, মোঃ আসলামের ‘আমার সিদ্ধান্ত’ এবং আশরাফ ইকবাল পরিচালিত ‘অগ্নিকন্যা’। এর মধ্যে সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে শাহনূর খান রিপন পরিচালিত ‘প্রাচীর পেরিয়ে চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। এ চলচ্চিত্রে চিত্রনায়ক ফেরদৌস, সোহানা সাবার পাশাপাশি প্রকৃতিও অভিনয় করবেন। গ্রাম টেলিমিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্রটির শূটিং আগামীকাল থেকে শুরু হবে। অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান স্বপ্নতরু সূত্রে জানা যায় দেওয়ান নাজমুল পরিচালিত হরর কাহিনীনির্ভর ‘রাত ১২টার পর’ চলচ্চিত্রটি মার্চ মাস থেকে গাজীপুরে শূটিং শুরু হবে। এতে প্রকৃতির বিপরীতে অভিনয় করবেন ফাহিম। পরপর চারটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে প্রকৃতি বলেন, সবেমাত্র আমি রুপালী জগতে পদাপর্ণ করেছি। প্রথম কাজ শেষ না হতেই আমি নতুন চারটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি। স্বাভাবিকভাবেই আমি উচ্ছ্বসিত। বলতে গেলে এটা যে কোন শিল্পীর জন্যই সৌভাগ্যের বিষয়। আমার নতুন চারটি কাজই ঠিক ভিন্ন ধাঁচের। বিশেষ করে দেওয়ান নাজমুল স্যারের ‘রাত ১২টার পর’ চলচ্চিত্র সম্পূর্ণ ভৌতিক কাহিনীনির্ভর অন্যদিকে শাহনূর খান রিপন স্যারের ‘প্রাচীর পেরিয়ে’ একটি শিশুতোষ চলচ্চিত্র। এই দুটো চলচ্চিত্রে অভিনীত চরিত্রটি আমার ক্যারিয়ারের ভিন্ন মাত্রা যোগ করবে। বাকি দুটির কাজ অচিরেই শুরু হবে। সবার ভালবাসা আর দোয়ায় সামনের দিকে এগিয়ে যেতে চাই। বগুড়ার মেয়ে প্রকৃতির আশৈশব স্বপ্ন চলচ্চিত্রের নায়িকা হিসেবে নেজেকে প্রতিষ্ঠিত করা। এ জন্য ছোটবেলা থেকেই নিজেকে প্রস্তুত করেছেন। অভিনয়, নাচ, গান, প্রমিত উচ্চারণ অনুশীলনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন। নিজের মেধা, নিষ্ঠা এবং অধ্যাবসায়ের মাধ্য প্রকৃতি দেশীয় চলচ্চিত্র সমৃদ্ধিতে ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা।
×