ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিনা তাপসীর গানে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৪:৩৩, ১৯ জানুয়ারি ২০১৬

লিনা তাপসীর গানে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ অনুষ্ঠানটি শুধু ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে সীমাবদ্ধ ছিল না। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানও সমান উপভোগ্য ছিল। গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শনিবার সন্ধ্যায় শ্রোতার সংখ্যাও নেহাত কম ছিল না। সব শ্রোতাদের কাক্সিক্ষত গানই পরিবেশন করেন শিল্পী লিনা তাপসী খান। শিল্পীর একক এ গানের আসরের আয়োজন করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। ওইদিন বিকেল থেকেই ধীরে ধীরে শ্রোতারা উপস্থিত হতে থাকে মিলনায়তনে। শুরুতে শিল্পী ‘মারু বেহাগ রাগে’ খেয়াল পরিবেশন করেন। উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি মনের টান থাকলেও অনেকে শোনার সুযোগ পান না। মুষ্টিমেয় কয়েকটি জায়গায় এ ধরনের আসরের আয়োজন করা হয়। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে তাই সুরবোদ্ধা ও সঙ্গীত রসবোধ সম্পন্ন শ্রোতার উপস্থিতি বেশি হয়। শিল্পীর প্রথম পরিবেশনা নিবিড় চিত্তে শোনার চেষ্টা করে শ্রোতা। কেউ কেউ বলে, বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীতের আসরের পর এই প্রথম একটি আসর পেলাম, খুব ভাল লাগছে। শিল্পীর পরের পরিবেশনা ছিল আর একটি শাস্ত্রীয় সঙ্গীত। ‘গগণে সগনো’ বন্দিশ দিয়ে শুরু করেন তার পরিবেশনা। শাস্ত্রীয় সঙ্গীতের এ পর্যায়ে তার পরিবেশনায় ছিল মুন্সিয়ানার পরিচয়। সুরের আবর্তে বেশ কিছুক্ষণ তিনি সকলকে নিয়ে গিয়েছিলেন অন্য এক জগতে। আলাপ ও বিভিন্ন লয়ের তান পরিবেশনের মধ্যদিয়ে তিনি সকলকে বোঝানোর চেষ্টা করেছেন, সঙ্গীতের আসল রূপ হলো ক্লাসিক্যাল। শিল্পী এরপর ফিলে এলেন নজরুলের গানে। ‘একি সুরে’ গজল আঙ্গিকের গান দিয়ে শুরু করেন। একে একে পরিবেশন করেন নজরুলের কিছু কালজয়ী গান। এগুলো হলো-মোরে ভালবাসায় ভুলিও না, ও বন্ধু, ওরে নীল যমুনার জল, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, কেন আসিলে, তুমি কি আসিবে না ও নাইবা পেলেম। শিল্পীকে হারমনিয়ামে প্রিয়াংকা ভৌমিক, তবলায় বিশ্বজিৎ সরকার, কী বোর্ডে সুমন রেজা খান, অক্টোপ্যাডে মোহাম্মদ সাদেক আলী, গিটারে সাকিল মোহাম্মদ দীপন ও সেতারে সঙ্গত করেন ফিরোজ খান।
×