ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উদীয়মান বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন

প্রকাশিত: ০৪:৩০, ১৯ জানুয়ারি ২০১৬

উদীয়মান বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদীয়মান বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর এক রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ‘দূষণমুক্ত বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় জাতীয় অধ্যাপক এমআর খানকে এবং বিশেষ সম্মাননা প্রদান করা হয় সঙ্গীতশিল্পী ফেরদৌস আরাকে। সঙ্গীতশিল্পী সাবিরা সুলতানার ‘মেঘের দেশে ভেসে ভেসে’ শীর্ষক একক এ্যালবামের মোড়ক উন্মোচন করা হয় এবং শিল্পীকে ‘বিচারপতি মাহবুব মোর্শেদ সম্মাননা-২০১৫’ প্রদান করা হয়। এছাড়া একই সম্মাননা প্রদান করা হয় সংবাদ পাঠিকা ফারজানা রফিক বাবলিকে। ‘রত্মগর্ভা’ মা হিসেবে সম্মাননা প্রদান করা হয় রেহানা পারভীনকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্যমন্ত্রী ড. মিজানুর রহমান শেলী। অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ নূরুল ইসলাম তালুকদার। প্রধান আলোচক ছিলেন বিএইচআরবি’র সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ শাহ্জাহান। সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। সম্মানিত অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুণ, ডাঃ সহেলী আহমেদ সুইটি ও এ্যাডভোকেট মুহম্মদ মহসীন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম সুমন। শিল্পী রুমী খানের কণ্ঠে ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিল্পী ‘ও মোর বানিয়া বন্ধুরে’ ভাওয়াইয়া গান পরিবেশন করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী বকুল। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে আজ রন্ধ্রে রন্ধ্রে দূষণ লেগে আছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে আগে প্রত্যেককে নিজেকে দূষণমুক্ত করতে হবে। এর পর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাবিরা সুলতানা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ মাহজাবিন রহমান শাওলী।
×